ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের একটি ভুট্টা খেত থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব মহেশালী গ্রাম থেকে উদ্ধার করা নবজাতকটি একটি কন্যাশিশু।
স্থানীয়রা জানান, নবজাতক কন্যা শিশুটি একটি ভুট্টা খেতে পড়ে ছিল। আজ সকাল সাড়ে ১১টার দিকে পাশের মরিচ খেতে কাজ করা এক নারী শিশুটির কান্নার আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনে এগিয়ে গেলে নবজাতকটিকে দেখতে পান তিনি। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন জড়ো হন এবং বিষয়টি প্রশাসনকে জানান।
স্থানীয়দের ধারণা, জন্মের এক দেড় ঘণ্টার মধ্যেই কন্যাশিশুটিকে এখানে ফেলে দেওয়া হয়েছে।
খবর পেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।
তিনি বলেন, ‘শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
আরও পড়ুন: বিএসএমএমইউতে একসঙ্গে চার অপরিণত নবজাতকের জন্ম
উদ্ধার হওয়া নবজাতকটিকে আপাতত ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা ও লালন-পালনের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে নবজাতকটির পরিচয় শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
এদিকে কন্যা শিশুটিকে দত্তক নেওয়ার জন্য ইতোমধ্যে ২০ থেকে ২৫টি দম্পত্তি হাসপাতালে এসেছেন।