পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের এলাকায় ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আশুলিয়া, সাভার, মিরপুর, গাজীপুরসহ দেশের কিছু স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।
ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকার দাবিতে টানা ১২ দিন আন্দোলন শেষে রবিবার থেকে কাজে ফিরেছেন ঢাকা ও আশপাশের পোশাক কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করার ঘোষণা দিয়েছে সরকার।
আরও পড়ুন: অবরোধ: সারাদেশে নিরাপত্তা জোরদারে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকা ও আশপাশের পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন