আহত ৭
তামিলনাড়ুতে দুই ট্রেনের সংঘর্ষ: ১২টি বগি লাইনচ্যুত, আহত ৭
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে একটি যাত্রীবাহী ট্রেন ও একটি দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে ১২টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত সাতজন আহত হয়েছে।
শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সন্ধ্যায় তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৩
একজন কর্মকর্তা জানান, যাত্রীবাহী ট্রেনটি ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে যাওয়ার সময় মালবাহী ট্রেনটিকে ধাক্কা মারে। এসময় একটি বগিতে আগুন ধরে যায়।
দুর্ঘটনার সময় যাত্রীবাহী ট্রেনটিতে ১ হাজার ৩৬০ জন যাত্রী ছিলেন।
রেল কর্তৃপক্ষ জানায়, ট্রেনটি মেইন লাইন দিয়ে যাওয়ার কথা থাকলেও সেটি লুপ লাইনে ঢুকে পড়ে।
সিনিয়র রেলওয়ে কর্মকর্তা আর এন সিং জানান, ট্রেনটি মেইন লাইনে যাওয়ার জন্য সব সিগন্যাল সেট করা ছিল। ট্রেনটিকে মেইন লাইনে যেতে দেওয়ার জন্য লুপ লাইনে মালবাহী ট্রেনটিকে থামিয়ে রাখা হয়েছিল। তবুও সিগনাল আর রুটের অসামঞ্জস্যতার কারণে এই দুর্ঘটনা ঘটে।
এর কারণ তদন্ত করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
আর এন সিং আরও বলেন, ৭-৮ জনের মতো যাত্রী আহত হলেও এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর ওই পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলপথ স্বাভাবিক হতে অন্তত ২৪ ঘণ্টা লাগবে বলে জানান আর এন সিং।র্তী ২৪ ঘণ্টা সময় লাগবে।
এদিকে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ দুর্ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছে।
এর আগে গত জুনে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের পেছনে মালবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ১৫ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ৬০ জন।
আরও পড়ুন: বিষাক্ত মদ খেয়ে তামিলনাড়ুতে অন্তত ২৯ জন নিহত
২ মাস আগে
পাবনায় বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৭
পাবনায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও সাতজন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের সাহাপুরে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: দিনাজপুরে দুই ট্রাকের ধাক্কায় চালকের সহকারী নিহত
নিহতরা হলেন- পাবনা উপজেলার সাহাপুর যশোদল গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে শিমুল হোসেন (৩২) ও একই উপজেলার ইসলাম গাঁতি ভাটাপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে সফর আলী (৩৫)।
আহতরা হলেন- গাঁতি গ্রামের হামিদুল ইসলাম, রেজাউল করিম, সাহাপুর গ্রামের শরিফুল ইসলাম, ইসলাম গাঁতি গ্রামের ইসমাইল হোসেন, হারেছ আলী, রবিউল ইসলাম ও আব্দুল আজিজ।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ব্যাটারিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে ঈশ্বরদীর দাশুড়িয়া থেকে পাবনার টেবুনিয়ায় যাচ্ছিল। সাহাপুর এলাকায় পাবনা থেকে ঈশ্বরদীর দিকে যাওয়া সাব্বির পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সব যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিমুল ও সফর মারা যান। বাকি সাতজনকে পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে কাভার্ডভ্যানে সিএনজির ধাক্কায় ৫ জনের মৃত্যু
নড়াইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল তিন যুবকের
৩ মাস আগে
নওগাঁয় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের গুলি, আহত ৭
হত্যা, নিপীড়ন ও গণগ্রেপ্তারের প্রতিবাদে শনিবার নওগাঁয় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
বেলা সাড়ে ১১টার দিকে শহরের কাজী মোড় এলাকায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রথমে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন।
আরও পড়ুন: ৯ দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
এরপর বিক্ষোভ মিছিলটি মুক্তি মোড়ের দিকে অগ্রসর হয়, যেখানে কয়েক হাজার শিক্ষার্থী দ্বিতীয়বারের মতো রাস্তা অবরোধ করে।
এরপর মিছিলটি সরিষাহার হাটির মোড়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পৌঁছালে শিক্ষার্থীদের লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এর পাল্টা জবাবে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এক পর্যায়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর হয়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পাঁচ রাউন্ড গুলি ছুড়ে পুলিশ। ইটপাটকেলের আঘাতে সাতজন শিক্ষার্থী আহত হন।
শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে পুলিশ, বিজিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
আরও পড়ুন: ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ: গুরুত্বপূর্ণ মোড়গুলো অবরোধ
কুমিল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ
৪ মাস আগে
তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ৭
সাতক্ষীরার তালায় ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন শ্রমিক।
শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার হরিশ্চেন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: শেরপুরে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে ২ কিশোর নিহত
নিহতরা হলেন- খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)।
আহত ধানকাটা শ্রমিক জাহিদুল ইসলাম বলেন, কয়রা এলাকা থেকে তারা ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কাটতে যান। ধান কাটার মজুরি হিসেবে ২৫ থেকে ৩০ মণ ধান পান তারা। সেসব ধান নিয়েই ট্রাকে বাড়ি ফেরার পথে ট্রাক উল্টে সাইদুল ও মনিরুল নিহত হন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত দুইজনের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় ধান কেটে ফেরার পথে ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত
সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত
৭ মাস আগে
নৌকার প্রচারের মধ্যে বেজে উঠল হিন্দি গান, সংঘর্ষে আহত ৭
পটুয়াখালী-৪ আসনের কলাপাড়ায় সাউন্ড বক্সে গান বাজানোকে কেন্দ্র করে নৌকার প্রার্থী মহিববুর রহমান ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: দিনাজপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সংঘর্ষের ঘটনায় নৌকার কর্মী মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোয়াইব খানসহ দুপক্ষের সাত কর্মী আহত হয়েছেন।
শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের বরকতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: নওগাঁয় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
১১ মাস আগে
জ্যামাইকায় যাত্রীবাহী বাসে বন্দুকধারীর হামলায় আহত ৭, নিষেধাজ্ঞা জারি
জ্যামাইকার একটি সরকারি মিনিবাসে বন্দুকধারীর হামলায় তিন শিশুসহ সাতজন আহত হওয়ার পর পুলিশ একটি সম্প্রদায়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। শনিবারও নিষেধাজ্ঞা বলবৎ রাখে দেশটির প্রশাসন।
শুক্রবার দুপুরে রাজধানীর দক্ষিণ প্রান্তে এই হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন: জ্যামাইকায় রাবাব ফাতিমার পরিচয়পত্র পেশ
তবে জ্যামাইকা কনস্ট্যাবুলারি ফোর্স কিংস্টনের একটি দরিদ্র এলাকা সিভিউ গার্ডেনে ওই দিনের নির্লজ্জ হামলায় আহতদের অবস্থা সম্পর্কে কোনো তথ্য দেয়নি।
ধারণা করা হচ্ছে যে বন্দুকধারীরা বাসে ওঠার চেষ্টা করা লোকদের একজনকে লক্ষ্যবস্তু করেছিল। তবে কর্তৃপক্ষ সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে মন্তব্য করেনি। সম্প্রদায়ের সহিংসতা বৃদ্ধির জন্য প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে দ্বন্দ্বকে দায়ী করা হয়েছে।
কর্তৃপক্ষ সিভিউ গার্ডেনে দুই দিনের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে। পুলিশ বলেছে যে তারা গুলি বর্ষণ সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য দু’জন লোককে খুঁজছে।
পুলিশের প্রকাশিত অপরাধের পরিসংখ্যান বলছে যে এই বছরের প্রথম তিন মাসে দ্বীপে ৩০৩ জন নিহত হয়েছে, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ২০ শতাংশ কম।
আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পরিবর্তনে আমাদের প্রচেষ্টা চলবে: পররাষ্ট্রমন্ত্রী
কলকাতায় ডিজিটাল বাংলাদেশের প্রথম ভিসা আবেদন কেন্দ্র
১ বছর আগে
চুয়াডাঙ্গায় দুই ইজিবাইকের সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৭
চুয়াডাঙ্গায় দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও সাতজন। শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কাথুলীর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জুঁই খাতুন (২) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের সোনাতনপুর গ্রামের বাবুপাড়ার জিয়ার ছোট মেয়ে।
আরও পড়ুন: সাতক্ষীরায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নারী নিহত
এরমধ্যে বর্ষা নামের সাত বছর বয়সী আরেক শিশুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
আহতরা বলেন, পরিবার ও স্বজনরা ইজিবাইকে করে ঝিনাইদহের কালিগঞ্জে যাওয়ার পথিমধ্যে কাথুলী বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকে সঙ্গে তাদের ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ইজিবাইক উল্টে সব যাত্রী ছিটকে রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা আমাদের সবার উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মারভিন অনিক চৌধুরী বলেন, হাসপাতালে নেয়ার আগেই মারা যায় শিশু জুঁই। ওই ঘটনায় বাকি সাতজনকে চিকিৎসা দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, আহতদের মধ্যে অপর এক শিশু বর্ষার অবস্থা আশঙ্কাজনক। বর্ষার মাথায় আঘাত লাগায় সেখানে ক্ষতের সৃষ্টি হয়েছে। ক্ষতস্থানে অনেকগুলো সেলাই দিতে হয়েছে। এছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তির জন্য পরামর্শ দেয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: খুলনায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
খুলনায় ট্যাংক লরিচাপায় মোটরসাইকেল চালক নিহত
১ বছর আগে
খেলা দেখা নিয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ৭
কুষ্টিয়ায় বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যকার ফাইনাল খেলায় দুই দলকে সমর্থন দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় উভয়পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।
রবিবার (১৮ ডিসেম্বর) রাতে সদর উপজেলার হাটশ হরিপুর বাজারে ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা শেষে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সদর উপজেলার হরিপুর গ্রামের আখের আলীর ছেলে মোফাজ্জল (৪৫), আবু হানিফের ছেলে সায়েম আলী (৫৫), আমদ আলীর ছেলে অমিত (২৩), জুয়েল (৩৫), একই এলাকার শিপন (৩৭), বিজয় (৩৫) এবং চাঁদ আলীকে (৩৬) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বাগেরহাটে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে কিশোর খুন
আহতদের মধ্যে সায়েম আলী চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলে ফাইনাল খেলা উপলক্ষে হাটশ হরিপুর বাজারে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেন স্থানীয়রা। খেলায় প্রথমার্ধে আর্জেন্টিনা দুই গোল দিলে দলটির সমর্থকরা বিভিন্নভাবে উল্লাস প্রকাশ করতে থাকে।
ফাইনাল খেলায় ফ্রান্সের সমর্থন দেয়াকে কেন্দ্র করে ব্রাজিল সমর্থকেরা খেলা দেখা বাদ দিয়ে ওই স্থান ত্যাগ করে।
কিছুক্ষণ পর ফ্রান্স দুই গোল শোধ দিলে ব্রাজিলের সমর্থকেরা আবারও সেখানে এসে উল্লাস প্রকাশ করতে থাকে। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
শেষে ট্রাইব্রেকারে আর্জেন্টিনা জয় লাভ করলে দলটির সমর্থকেরা নাচানাচি শুরু করে।
এসময় আর্জেন্টিনার এক সমর্থক ব্রাজিলের এক সমর্থকের গায়ের ওপর পড়ে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।
পরে খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত সায়েম আলীর শ্যালক হাসিবুর রহমান রিজু জানান, দুলাভাই সায়েম আলীর বাড়ির পাশেই খেলা চলছিল। খেলা নিয়ে বাগবিতন্ডা হয়। মারামারি ঠেকাতে গিয়ে সায়েম আলী চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মো. জহুরুল ইসলাম জানান, হরিপুরে খেলা দেখা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় খেলার সময় গাছ উপড়ে শিশুর মৃত্যু
ফিফা বিশ্বকাপ: ভোলায় নুডুলস পার্টি নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ২
২ বছর আগে