হত্যা, নিপীড়ন ও গণগ্রেপ্তারের প্রতিবাদে শনিবার নওগাঁয় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
বেলা সাড়ে ১১টার দিকে শহরের কাজী মোড় এলাকায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রথমে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন।
আরও পড়ুন: ৯ দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
এরপর বিক্ষোভ মিছিলটি মুক্তি মোড়ের দিকে অগ্রসর হয়, যেখানে কয়েক হাজার শিক্ষার্থী দ্বিতীয়বারের মতো রাস্তা অবরোধ করে।
এরপর মিছিলটি সরিষাহার হাটির মোড়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পৌঁছালে শিক্ষার্থীদের লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এর পাল্টা জবাবে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এক পর্যায়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর হয়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পাঁচ রাউন্ড গুলি ছুড়ে পুলিশ। ইটপাটকেলের আঘাতে সাতজন শিক্ষার্থী আহত হন।
শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে পুলিশ, বিজিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
আরও পড়ুন: ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ: গুরুত্বপূর্ণ মোড়গুলো অবরোধ