৬ মাসের কারাদণ্ড
উপজেলা নির্বাচন: ফরিদপুরে জালভোট দেওয়ায় যুবকের ৬ মাসের কারাদণ্ড
ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক হাজার টাকা জরিমানাসহ আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৯ মে) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শাওন হোসেন এই রায় দেন।
আরও পড়ুন: গাইবান্ধায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত আসামি আরিফ মাতুব্বর উপজেলার চরনাসিরপুর ইউনিয়নের মুজির চরকান্দি গ্রামের দাদন মাতুব্বরের ছেলে।
বিচারক মো. শাওন হোসেন বলেন, সদরপুরের চরনাসিরপুর ইউনিয়নের আব্দুল হাকিম মাতুব্বর ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগে আরিফ মাতুব্বরকে আটক করা হয়। পরে তাকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া বুধবার দুপুর ১টার দিকে আরিফ মাতুব্বরকে ফরিদপুর জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান বিচারক শাওন হোসেন।
আরও পড়ুন: জাল ভোট দিতে গিয়ে রিকশাচালকের ১৫ দিনের কারাদণ্ড
নড়াইলে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
৬ মাস আগে
বরিশালে পাখি শিকারের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
বরিশালের বাবুগঞ্জে এয়ারগান দিয়ে ঘুঘুসহ বিভিন্ন পাখি অবৈধভাবে শিকার করার দায়ে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে পাখি শিকারের দায়ে এক হাজার টাকা জরিমানা, মৃত ৩৫টি পাখি জব্দ করে এতিমখানায় বিতরণ এবং পাখি হত্যায় ব্যবহৃত এয়ারগানটি জব্দ করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত ফাতিমা।
আরও পড়ুন: খুলনায় অভিনব পন্থায় অতিথি পাখি শিকার
দণ্ডাপ্রাপ্ত ব্যক্তির নাম হান্নান হাওলাদার। তিনি বরিশাল নগরীর কাউনিয়া এলাকার জানকি সিংহ রোড এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার দুপুরের দিকে হান্নান হাওলাদার চাঁদপাশা ইউনিয়নের বাঁশগাতি গ্রামে ঢুকে এয়ারগান দিয়ে ঘুঘু, বকসহ শীতের সময়ে এ অঞ্চলে আসা বিভিন্ন ধরনের অতিথি পাখি নির্বিচারে শিকার করছিলেন।
এ সময় স্থানীয় বাসিন্দারা পাখি শিকার করার বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি নিজেকে কখনো পুলিশ, আবার কখনো সাংবাদিক বলে পরিচয় দেন।
এতে এলাকাবাসীর সন্দেহ হলে তারা ইউএনওকে ফোন করে বিষয়টি জানান। ইউএনও ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ব্যক্তিদের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ডাদেশসহ এক হাজার টাকা জরিমানার আদেশ দেন।
ইউএনও নুসরাত ফাতিমা বলেন, অবৈধভাবে পাখি শিকার করায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অভিযুক্ত হান্নান হাওলাদারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, এ সময় কাগজপত্রহীন ব্যবহার করা এয়ারগান ও শিকার করা ৩৫টি পাখিও জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে এরইমধ্যে সাজা পরোয়ানাসহ বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: অভিনব কায়দায় চলছে অতিথি পাখি শিকার
বাঁশি ব্যবহার করে অতিথি পাখি শিকার!
১ বছর আগে