ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক হাজার টাকা জরিমানাসহ আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৯ মে) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শাওন হোসেন এই রায় দেন।
আরও পড়ুন: গাইবান্ধায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত আসামি আরিফ মাতুব্বর উপজেলার চরনাসিরপুর ইউনিয়নের মুজির চরকান্দি গ্রামের দাদন মাতুব্বরের ছেলে।
বিচারক মো. শাওন হোসেন বলেন, সদরপুরের চরনাসিরপুর ইউনিয়নের আব্দুল হাকিম মাতুব্বর ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগে আরিফ মাতুব্বরকে আটক করা হয়। পরে তাকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া বুধবার দুপুর ১টার দিকে আরিফ মাতুব্বরকে ফরিদপুর জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান বিচারক শাওন হোসেন।