বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মানুষ বিএনপিকে 'হিন্দুবিরোধী' বলে বিশ্বাস করে না: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে হিন্দুবিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা করতে আওয়ামী লীগের অপপ্রচার জনগণ বিশ্বাস করে না।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ আমাদের প্রতিবেশি দেশ ভারতে এমন অপপ্রচার চালায়, যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু সম্প্রদায়ের। তারা বলেন, বাংলাদেশে বিএনপি হচ্ছে একটা হিন্দুবিরোধী সংগঠন।’
শনিবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি। ফখরুল তাদের কাছে জানতে চান, তারা বিশ্বাস করেন কি না- যে বিএনপি হিন্দুবিরোধী দল।
তিনি বলেন, ‘আমরা জোর গলায় বলতে পারি, বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন তারা (হিন্দুরা) নিরাপদে থাকে। সব সম্প্রদায়ের অধিকার রক্ষায় আমাদের অঙ্গীকার রয়েছে।’
আরও পড়ুন: নির্বাচন নিয়ে খেলতে ইসি ‘অচেনা’ দুটি দলকে নিবন্ধন দিয়েছে: ফখরুল
বিএনপির এই নেতা বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় গণতন্ত্র অপরিহার্য। তাই গণতন্ত্রের সংগ্রামে আমাদের জয়ী হতে হবে। এর কোনো বিকল্প নেই।’
তিনি বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ কথায় কথায় বলে, তারা দেশের সবচেয়ে অসাম্প্রদায়িক দল। তারা কতটা অসাম্প্রদায়িক তা আপনারা জানেন। আমরা ১৯৭২ থেকে ১৯৭৫ সাল দেখেছি। আওয়ামী লীগের লোকেরা এই দেশে আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য দখল করেছে।’
বর্তমান সরকারের আমলে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর এবং কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহার ও সম্প্রদায়ের উপর অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত বলেও অভিযোগ করেন তিনি।
ফখরুল বলেন, ‘ক্ষমতাসীন দলের লোকেরা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়কে দেশ থেকে তাড়িয়ে দিয়ে তাদের জমি ও সম্পত্তি দখল করার জন্য আক্রমণ করেছিল। তারা তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে অপমান করার জন্য তাদের উপর দোষ চাপিয়ে দেওয়ার জন্যও এটি করেছিল। মানুষ এখন এটা বুঝতে পেরেছে এবং তারা এটাকে বিশ্বাস করে না এবং মেনেও নেয় না।’
১৯৯২ সালে ভারতের বাবরি মসজিদে হামলার সময় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য তৎকালীন বিএনপি সরকারের গৃহীত নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরেন তিনি।
আরও পড়ুন: এক দফা আন্দোলন: বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার বিশাল মিছিল
ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান সম্প্রদায়ের কেউ-ই নিরাপদ বোধ করেন না। যে কোনো সময় কাউকে মিথ্যা মামলায় জড়ানো যেতে পারে বলে সাধারণ মানুষও নিরাপদ বোধ করে না।’
গণতন্ত্র ও হারানো সব অধিকার পুনরুদ্ধারের জন্য সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ফখরুল যুবকদের অনুরোধ করেন, তাদের কমিউনিটির সদস্যসহ সব মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং অনুপ্রাণিত করতে হবে যে গণতন্ত্রের এই লড়াইয়ে তাদের জিততে হবে।
বিএনপি নেতা অভিযোগ করেন, সরকার দীর্ঘদিন ধরে তাদের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার জন্য কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সংখ্যালঘু সম্প্রদায়ের অনেককে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করাই আমাদের লক্ষ্য: ফখরুল
১ বছর আগে
১০ দফা দাবি এক দফায় পরিণত, শেখ হাসিনার পদত্যাগ: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১০ দফা দাবি এখন এক দফায় পরিণত হয়েছে- শেখ হাসিনার পদত্যাগ।
তিনি বলেন, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
বুধবার বিকালে দিনাজপুরের ইনস্টিটিউট চত্বরে প্রধান অতিথির ভাষণে মির্জা ফখরুল বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংসদ এবং জনগণের একটি নতুন সরকার গঠন করতে হবে।’
তিনি বলেন, ‘এই আন্দোলন শুধু বিএনপি বা খালেদা জিয়া বা তারেক রহমানের আন্দোলন নয়, এই সংগ্রাম সারা দেশের ১৮ কোটি মানুষের মুক্তির আন্দোলন।’
আরও পড়ুন: বিএনপি রাজধানীতে শোক সমাবেশ করবে বৃহস্পতিবার
উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন। বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. এ.জেড.এম. জাহিদ হোসেনসহ অন্যান্যরা।
এর আগে বিভাগের ৮ জেলার নেতা-কর্মীরা বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে সভাস্থলে জড়ো হন।
সমাবেশ শেষে পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করা হয়।
এদিকে ছাত্রলীগের হামলায় দলের ৫০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেন ফখরুল।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ
আর নিপীড়ন সহ্য নয়, উপযুক্ত জবাব দিন: মির্জা আব্বাস
১ বছর আগে
মার্কিন ভিসা নীতি ভোটাধিকার পুনরুদ্ধারে জনগণের দীর্ঘদিনের দাবিকে প্রতিফলিত করে: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচনকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে ভোটাধিকার পুনরুদ্ধারের জনগণের দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটেছে।
শুক্রবার এক বিবৃতিতে তিনি আরও বলেন যে বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের সকল প্রক্রিয়া নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের ভিসা নীতির মূল প্রতিপাদ্য।
একই সঙ্গে বিএনপি নেতা বলেন, ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, জনগণের শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা হিংসাত্মকভাবে দমন এবং তাদের অধিকার প্রয়োগের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে মার্কিন সরকার যে অবস্থান নিয়েছে তা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের দাবির সুস্পষ্ট প্রতিধ্বনি।
তিনি বলেন, ‘বিএনপি মনে করে, নতুন মার্কিন নীতি জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বিএনপিসহ বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের দীর্ঘদিনের দাবির সুস্পষ্ট প্রতিফলন ঘটিয়েছে।’
আরও পড়ুন: মার্কিন ভিসা নীতি: বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা বিএনপির
বিএনপির এই নেতা বলেন, তারা পরিষ্কারভাবে লক্ষ্য করেছে যে নতুন মার্কিন ভিসা নীতির আওতায় শুধু পুলিশসহ আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকেই নয়, বিচার বিভাগ, প্রশাসন, নিরাপত্তা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দকেও আনা হয়েছে, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনী ব্যবস্থাকে বিঘ্নিত করতে পারে। তাদের পরিবারের সদস্যদেরও ভিসা নীতির আওতায় আনা হয়েছে।
ফখরুল বলেন, বিএনপি বিশ্বাস করে যে বর্তমান ‘ফ্যাসিস্ট’ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।
তিনি বলেন, ‘এটা কেবল নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সম্ভব। এ জন্য নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে বিএনপি দেশের সকল গণতান্ত্রিক দল ও শক্তিকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করছে।’
আরও পড়ুন: নতুন ভিসা নীতি: রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রদূত হাসের সাক্ষাৎ
অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে বর্তমান ‘অনির্বাচিত ফ্যাসিস্ট’ সরকারের পদত্যাগ দাবি করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, ‘নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি ও প্রত্যাশা। চলমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও জাতীয় সংকট থেকে মুক্তি পাওয়ার এটাই একমাত্র উপায়।’
এ দাবি আদায়ে দেশবাসীকে দৃঢ় ও সংকল্পবদ্ধ থাকার আহ্বান জানান ফখরুল।
আরও পড়ুন: নতুন ভিসা নীতি শুধুমাত্র গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন করার জন্য: রাষ্ট্রদূত হাস
১ বছর আগে
‘প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির’ অভিযোগে মির্জা ফখরুল ও রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বাদী হয়ে নাটোর থানায় মামলাটি দায়ের করেন।
আবু সাঈদ চাঁদকে এ মামলার প্রধান আসামি এবং বিএনপি মহাসচিবকে হুকুমের আসামি করা হয়েছে।
এ সময় জেলা ও পৌর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ মামলাটি গ্রহণ করেছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাজশাহী বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে বিশ্বাসঘাতক উল্লেখ করে মামলার বাদী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রধান আসামির 'হুমকিমূলক বক্তব্য' দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতার নামে মামলা
মামলার এজাহারে বলা হয়, এ ধরনের মন্তব্য দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।
এর আগে শুক্রবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে মহানগর ও জেলা বিএনপির জনসভায় প্রধানমন্ত্রীকে হুমকি দেন আবু সাঈদ চাঁদ।
তিনি বলেন, ‘আর ২৭ বা ১০ দফা দাবি নয়, এখন শুধু একটাই দফা, আর তা হলো- শেখ হাসিনাকে কবরে পাঠাও! শেখ হাসিনার পদত্যাগের জন্য যা যা করা দরকার আমরা করব।’
এদিকে এই হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে প্রতিবাদের ঝড় ওঠে।
এ ঘটনায় আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: এটা সরকারের সুদূরপ্রসারী রাজনৈতিক ষড়যন্ত্র: খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রসঙ্গে ফখরুল
১ বছর আগে
আ’লীগ একদলীয় শাসনের সঙ্গে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করেছে: ফখরুল
আওয়ামী লীগ এখন দেশে একদলীয় শাসনের সঙ্গে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ এখন একদলীয় শাসনের সঙ্গে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করেছে। তারা আন্তর্জাতিকভাবে এখন স্বৈরতন্ত্র কায়েম করছে। পত্র পত্রিকা ও বিভিন্ন দেশ আওয়ামী লীগকে এবং এ সরকারকে স্বৈরাচারী দল হিসেবে চিহ্নিত করেছে। তার প্রমাণ আমরা পাচ্ছি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সুনির্দিষ্ট একটি প্রতিষ্ঠানের ওপরে।’
মঙ্গলবার শহরের হাজীপাড়াস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে মির্জা ফখরুল এসব কথা বলেন।
আরও পড়ুন: আ.লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে: মির্জা ফখরুল
এসময় ফখরুল বলেন, দেশের মানুষ নিজেরাই টের পাচ্ছেন তারা এখন সম্পূর্ণ একটি ফ্যাসিবাদী সরকারের অধীনে রয়েছে। সুতরাং এটা নতুন করে রাষ্ট্রদূতদের ডেকে কথা বলার মতো না। আমরা কখনোই কোনো রাষ্ট্রদূতকে ডাকি না। রাষ্ট্রদূতরা আমাদের অফিসে এসে আমাদের সঙ্গে কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে। এটি নিয়মিতভাবে আগে যেমন করছেন এখনও তেমনই করছেন। সেখানে বিকৃতভাবে উপস্থাপন করার কিছুই নাই। আপনাদের পত্র পত্রিকায় যেসব খবর প্রকাশিত হয় সেগুলো যথেষ্ট প্রমাণ যে বাংলাদেশের এখন কী অবস্থা চলছে।
তিনি বলেন, দুঃখজনক ব্যাপার আওয়ামী লীগ সরকার পুরোপুরিভাবে আমলা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপরে নির্ভরশীল হয়ে পড়েছে। কারণ জনগণ থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন মূলত তারা সম্পূর্ণ সামরিক-বেসমারিক আমলাতন্ত্রের ওপরেই নির্ভরশীল হয়ে পড়েছে। যার ফলে তারা যখন গণতন্ত্রের কথা বলে তখন আমাদের কাছে হাস্যকর মনে হয় এবং জনগণের কাছেও হাস্যকর মনে হয়।
বিএনপির এই নেতা বলেন, ঢাকার কলাবাগানের খেলার মাঠ রক্ষার বিষয়ে একজন নারী ও তার কিশোর ছেলে প্রতিবাদ করতে গিয়ে তাদের জেলে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় প্রমাণ করে তারা কতটা স্বৈরাচারি ও পাওয়ারফুল।
আরও পড়ুন: খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য `অপ্রত্যাশিত’: মির্জা ফখরুল
সম্প্রতি নিউমার্কেটের ঘটনা সম্পর্কে ফখরুল বলেন, ঢাকা কলেজের ছাত্র ও ব্যবসায়ীদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে তার প্রত্যেকটি সংবাদমাধ্যমে পরিষ্কারভাবে উঠে এসেছে যে ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণগুলোর সঙ্গে সরাসরি জড়িত। ব্যবসায়ীদের মধ্যে যারা সংঘর্ষে জড়িত ছিল তারাও আওয়ামী লীগের অনুসারী। অযথা কাকে নিয়ে গেলো, বিএনপির নেতাকে অ্যারেস্ট করে নিয়ে গেলো। তিনদিনের রিমান্ডও দিলো। এই যে একটা পুরোপুরি দলীয়করণ প্রশাসনকে, বিচার বিভাগকে, আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীকে এ সব ঘটনা নতুন করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয় না। প্রতিনিয়ত ঘটছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠের নেতারা।
২ বছর আগে
সাংবাদিক রোজিনার তাৎক্ষণিক মুক্তি দাবি করেছেন ফখরুল
প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে গ্রেপ্তার ও হয়রানি করাকে, সত্য ও দুর্নীতি প্রকাশে সরকারের বাঁধার এক উদাহরণ বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার এক বিবৃতি প্রকাশ করে এই ঘটনায় নিন্দা জানান এবং ভুক্তভোগী রোজিনার তাৎক্ষণিক মুক্তি দাবি করেন তিনি।
বিবৃতিতে তিনি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য সচিব আবদুল মান্নানের পদত্যাগের দাবিও করেন। তিনি মনে করেন, রোজিনাকে তাদের নির্দেশে দমন করার চেষ্ট চালানো হয়েছে।
আরও পড়ুন: প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা গ্রেপ্তার
ফখরুল বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রতি নিষ্ঠুর আচরণের দায় এড়াতে পারে না সরকার। যদিও স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব ঘটনাটি সম্পর্কে জানতেন, তারা রোজিনা ইসলামকে উদ্ধারে কোনও পদক্ষেপ নেননি। বরং তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।’
আরও পড়ুন: প্রথম আলোর সাংবাদিক রোজিনাকে কারাগারে পাঠিয়েছে আদালত
বিএনপি মহাসচিব বলেন, ‘এটি তুচ্ছ বা বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি কেবল কর্তৃত্ববাদী সরকারের দ্বারা সাংবাদিকদের দমন করার একটি উদাহরণ। এছাড়া ভিন্নমত পোষণ করা, সত্য উন্মোচন করা এবং দুর্নীতিবাজ ও দুর্নীতির বিষয়ে সরকারের বাঁধা দেওয়ার একটি উদাহরণ এই ঘটনা।’
তিনি আরও বলেন, সাহসী ও অনুসন্ধানী সাংবাদিকদের এই ঘটনা দিয়ে ভয় দেখানো হচ্ছে, যাতে তারা আর সরকারের ‘দুর্নীতি, চুরি, অনিয়ম’ নিয়ে রিপোর্ট করতে না পারে। সাংবাদিকদের মাঝে সরকার ভয় ও আতঙ্ক ছড়িয়ে নিজেদের দুর্নীতিকে ঢাকতে চাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
৩ বছর আগে
মূল্য বৃদ্ধির জন্য দুর্নীতিবাজ সিন্ডিকেটকে দায়ী করছে বিএনপি
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দুর্নীতিবাজ 'সরকার-সমর্থিত' সিন্ডিকেটরা কৌশলে দ্রুত অর্থ আদায়ে কাঁচা বাজারকে নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'অন্যান্য মুসলিম দেশে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমে যায়। কিন্তু আমাদের দেশে এই সময়ে পণ্যের দাম বেড়ে যায়। আওয়ামী লীগ সমর্থিত সিন্ডিকেটরা বাজারকে নিয়ন্ত্রণ করছে এবং কৌশলে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে।'
আরও পড়ুন: রমজানের শুরুতেই সবজির বাজারে ঊর্ধ্বগতি, ক্রেতাদের অসন্তোষ
মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রমজানের আগেও পণ্যের দাম বাড়িয়েছে। 'এটি দুঃখজনক। কেননা জনগণ সাধারণত ন্যায্যমূল্যে পণ্য কিনতে টিসিবির ওপরই নির্ভর করে। এখানে আবার একটি সিন্ডিকেটও আছে।'
ফখরুল বলেন, বাজারের ওপর নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণে চাল, সয়াবিন তেল, চিনি এবং ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, এই সরকারের ব্যাপক দুর্নীতির পরিণতি হিসেবে কাঁচা বাজার ব্যবস্থাপনা 'সরকারের সুবিধাভোগী', দুর্নীতিবাজ ব্যবসায়ী সিন্ডিকেটদের কাছে জিম্মি হয়ে পড়েছে।
আরও পড়ুন: রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে
বিএনপি নেতা বলেন, দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা এবং বাজার স্থিতিশীল রাখা সরকারের দায়িত্ব।
তিনি বলেন, জনগণের মানবাধিকার ও স্বার্থ রক্ষায় রাজনৈতিক অচলাবস্থা অপসারণে জনগণনির্ভর সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই।
'এই সরকার জনগণের কল্যাণ নিয়ে কমই উদ্বিগ্ন, যেহেতু তাদের কোনো জবাবদিহিতা নেই। এই পরিস্থিতিতে, বিএনপির নেতৃত্বে গণতান্ত্রিক ও জন-সমর্থক সরকার প্রতিষ্ঠার জন্য প্রত্যেককেই আন্দোলনে অংশ নিতে হবে,' বলেন তিনি।
ফখরুল বলেন, স্রোতের বিপরীতে যাওয়ার পদক্ষেপের অংশ হিসেবে সরকার স্বাধীনতা দিবস উপলক্ষে হেফাজতকে সহিংসতায় জড়াতে প্ররোচিত করেছিল।
বিএনপির অভিযোগ, পুলিশ দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় দেশের বিভিন্নস্থানে তাদের দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে আসছে।
আরও পড়ুন: উপসর্গ ছাড়াই খালেদার করোনা শনাক্ত: বিএনপি
তাদের দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে ফখরুল বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন খালেদা জিয়া ভালো আছেন এবং তার ব্যক্তিগত চিকিত্সকদের কাছ থেকে চিকিত্সা নিচ্ছেন।
এছাড়া, তিনি জনগণকে তাদের দলের নেত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।
৩ বছর আগে
লেখক মুশতাকের ‘হত্যাকাণ্ড রাষ্ট্রীয়ভাবে’ হয়েছে: অভিযোগ বিএনপির
লেখক মুশতাক আহমেদের ‘হত্যাকাণ্ড রাষ্ট্রীয়ভাবে’ হয়েছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেছে বিএনপি।
৩ বছর আগে
নাশকতার মামলায় ফখরুলসহ বিএনপির ৩৫ জনের জামিন
রাজধানীর হাইকোর্ট এলাকায় মোটরসাইকেল পোড়ানোসহ নাশকতার অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৫ জনকে জামিন দিয়েছে আদালত।
৪ বছর আগে
গণজোয়ার ধানের শীষের পক্ষে: ফখরুল
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ধানের শীষের প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে।
৪ বছর আগে