আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে গোলাগুলি ও টেঁটাযুদ্ধ হয়েছে। এ ঘটনায় দুজন নিহত ও আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
পূর্বঘোষিত সংঘর্ষের ডাক দিয়ে রবিবার (২৬ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে বাঁশগাড়ি ইউনিয়নে সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগের দুটি গ্রুপ।
নিহতরা হলেন- আলী আহমদ, আলমগীর হোসেন আলম।
আরও পড়ুন: শেরপুরে দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে মাছ ব্যবসায়ী নিহত, আহত ৪
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, ‘বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামের মধ্যে টেঁটা ও বন্দুকযুদ্ধে দুজন নিহত হন। এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, ‘বাঁশগাড়িতে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছে বলে শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি, পরে বিস্তারিত বলা যাবে।’