পলাশবাড়ী
পলাশবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষে গৃহবধূ নিহত, আটক ১
গাইবান্ধার পলাশবাড়ীতে গাছ রোপণ করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পাপিয়া বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় পারভিন নামে আরেক গৃহবধূকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ মে) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিরামের ভিটা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ পাপিয়া ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে।
আরও পড়ুন: গণপিটুনিতে নিহত প্রতিবেশীকে কুপিয়ে হত্যায় অভিযুক্ত যুবক বিকাশ
স্থানীয়রা জানায়, পাপিয়া বেগম বাড়ির পাশে বিবাদমান জমিতে গাছ লাগাতে যান। এসময় একই এলাকার বাসিন্দা চান মিয়া খলিফার ছেলে ফজলে রাব্বি গাছ রোপণে বাধা দেন। দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ফজলে রাব্বি বাড়ি থেকে ধারালো অস্ত্র নিয়ে পাপিয়া বেগমের গলায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে পাপিয়া বেগমের মৃত্যু হয়।
হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পারভীন নামে এক গৃহবধূকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ৭
৬ মাস আগে
পলাশবাড়ীতে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত, আহত ৪
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাক চাপায় ময়নুন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই ভ্যানে থাকা আরও চার যাত্রী আহত হয়েছেন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের গাড়ানাটা (সবরিতলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ময়নুল উপজেলার মহদীপুর ইউনিয়নের গড়েয়া গ্রামের বাসিন্দা। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রাকচাপায় শ্রমিক নিহত
স্থানীয়রা জানান, ময়নুল হক তার ভ্যানে চারজন যাত্রী নিয়ে কালীবাড়ি বাজার থেকে ঢোলভাংগা বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পলাশবাড়ীর গাড়ানাটা এলাকার সবরিতলায় পৌঁছালে গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে পড়ে যায়। এতে ভ্যানচালক ময়নুল হত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীর সবুজবাগে ট্রাকচাপায় ১ জনের মৃত্যু
শেরপুরে ট্রাকচাপায় আহত সিএনজিচালকের মৃত্যু
৯ মাস আগে
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল স্কুলছাত্রের
গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী রায়হান মিয়া (১৩) ওই ইউনিয়নের ঝাকুয়া পাড়া গ্রামের রোস্তম আলীর ছেলে। সে স্থানীয় ফকিরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুন: কুড়িগ্রামে ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিক্ষকের
স্থানীয়রা জানায়, রাতে রায়হান তার বাবার সঙ্গে চৌরাস্তা বাজারে পান-সিগারেটের দোকানে ছিল। সন্ধ্যার পর থেকেই এলাকায় টানা বৃষ্টি পড়ায় বাবা-ছেলে বাড়ি ফেরার অপেক্ষা করেছিলেন।
রাত সাড়ে ১২টার দিকে বৃষ্টি থামলে দোকান বন্ধ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যায় রায়হান।
পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ম শ্রেণির ছাত্র নিহত
কুড়িগ্রামে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
১ বছর আগে
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাইবান্ধার পলাশবাড়ীতে পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া নামক এলাকায় কোচ, কাকড়া ও অটোভ্যান সংঘর্ষে গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই জন নিহত ও পাঁচ জন আহত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা গাইবান্ধা জেলার বাসিন্দা।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
স্থানীয় সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার মাঝিপাড়া রেজাউলের বাড়ীর সামনে ঢাকা থেকে ছেড়ে আসা রিমি পরিবহন ও গাইবান্ধা হতে পলাশবাড়ীমুখী ট্রাক্টর (কাকড়া) ও অটোভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে এক জন ও হাসপাতালে নেয়ার পথে এক জনসহ মোট দুই অটোযাত্রী নিহত হয়েছে৷
এতে আরও পাঁচ জন আহত হয়েছে বলে জানা যায়।
আহতদের নাম জানা না গেলেও নিহত দুইজন পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপাকুর বাজার এলাকার বাসিন্দা শান্ত ও একই উপজেলার নড়াইল গ্রামের বাসিন্দা সেলিম মিয়া।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। নিহতদের লাশ স্বজনেরা নিয়ে গেছেন। আহতরা পলাশবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ভাইবোনসহ নিহত ৩
জানুয়ারিতে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় ৫৮৫ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি
১ বছর আগে