গাইবান্ধার পলাশবাড়ীতে গাছ রোপণ করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পাপিয়া বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় পারভিন নামে আরেক গৃহবধূকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ মে) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিরামের ভিটা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ পাপিয়া ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে।
আরও পড়ুন: গণপিটুনিতে নিহত প্রতিবেশীকে কুপিয়ে হত্যায় অভিযুক্ত যুবক বিকাশ
স্থানীয়রা জানায়, পাপিয়া বেগম বাড়ির পাশে বিবাদমান জমিতে গাছ লাগাতে যান। এসময় একই এলাকার বাসিন্দা চান মিয়া খলিফার ছেলে ফজলে রাব্বি গাছ রোপণে বাধা দেন। দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ফজলে রাব্বি বাড়ি থেকে ধারালো অস্ত্র নিয়ে পাপিয়া বেগমের গলায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে পাপিয়া বেগমের মৃত্যু হয়।
হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পারভীন নামে এক গৃহবধূকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ৭