নির্মাণ শ্রমিকের মৃত্যু
সিরাজগঞ্জে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সিরাজগঞ্জ পৌর এলাকায় আটতলা ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ সাব্বির নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ মে) সন্ধ্যায় পৌর এলাকার ভাঙাবাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির সদর উপজেলার বেড়াবাড়ি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙ্গাবাড়ি মহল্লায় প্রকৌশলী নুরনবী ও সুলতান মাহমুদের আটতলা ভবনের চিলেকোঠায় রবিবার সকাল থেকে সাব্বির কাজ করছিলেন। কাজ শেষে সন্ধ্যায় পলিথিন দিয়ে সারাদিনের কাজের অংশ বৃষ্টি থেকে নিরাপদ রাখতে ঢেকে দিতে গিয়ে ঝড়ো বাতাসে পলিথিনসহ পাশের দোতলার ছাদে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে আশঙ্কজনক অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। রাতে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান ওসি।
৫ মাস আগে
বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
রাজধানীর বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (২২জুন) দুপুরে আফতাবনগর এলাকায় এই ঘটনাটি ঘটে।
মৃত শ্রমিকেরা হলেন- কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার কাজাইকাটা গ্রামের মংলা শেখের ছেলে রবিউল ইসলাম (৩০) ও একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে সুমন হোসেন (৩২)।
আহতরা হলেন- মো. সাইদ হাসান (২৫) ও কামাল হোসেন (৩০)।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু
জানা গেছে, গুরতর আহত অবস্থায় সহকর্মীরা তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক দুপুর পৌনে ১টায় প্রথমে রবিউল ইসলামকে পরে সুমন হোসেনকে মৃত ঘোষণা করেন।
সহকর্মী রবিউলের বড় ভাই তৌফিজ শেখ জানান, আফতাবনগরে একটি নির্মাণাধীন সাততলা ভবনের চার তালার বাহির অংশে মাচা বেঁধে সেখানে দাঁড়িয়ে প্লাস্টারের কাজ করছিলেন তারা। সেখান থেকে ঐ মাচা ভেঙে সবাই নিচে পড়ে যায়। পরে তাদের সহকর্মীদের সহায়তায় ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, লাশ দু’টি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাকি দু'জন চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: তেজগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে অগ্নিদগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু
নওগাঁয় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
১ বছর আগে
মাগুরায় সিঁড়ি বেয়ে নামার সময় নির্মাণ শ্রমিকের মৃত্যু
মাগুরায় চারতলা ভবনে সিঁড়ি বেয়ে নামার সময় পড়ে গিয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে মাগুরা পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান।
নিহত মো. আবু সালেহ ফয়সাল (২৩) পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার আকনবাড়ি উত্তর বালিপাড়া এলাকার সরোয়ার হোসেনের ছেলে।
আবু সালেহ পিটিআই একাডেমি ভবন কাম প্রশাসনিক ভবনের নির্মাণ কাজ করার জন্য গত ১৪ এপ্রিল মাগুরাতে আসেন।
আরও পড়ুন: নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নির্মাণ কাজের ফোরম্যান নাজমুল হাসান জানান, আবু সালেহ সকাল থেকে ওই ভবনের চারতলায় রড বাধার কাজ করছিলেন। চারতলা থেকে নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে আহত হলে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবু সালেহের সঙ্গে কর্মরত অন্য শ্রমিকরা বলেন, সকালে ভাত না খেয়ে অল্প খাবার ও দুপুরে না খেয়ে রোদে চারতলা বিল্ডিংয়ের কাজ করায় অনেকটা ক্লান্ত ছিলেন তিনি। দুপুরে চারতলার থেকে নামতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান।
মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুহাম্মদ এহসানুল হক মাসুম বলেন, হাসপাতালে তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে সেটি পরীক্ষা ছাড়া বলা সম্ভব হচ্ছে না।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আজম বিশ্বাস জানান, এটি দুর্ঘটনা না কি এর পেছনে অন্য কোনো কারণ আছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। মাগুরা থানায় এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: উলিপুরে ডায়রিয়ায় কিশোরের মৃত্যু
১ বছর আগে
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজধানীতে দুই ভাইসহ ৩ জনের মৃত্যু
বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত রাজধানীর হাজারীবাগ এলাকায় বুধবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরসহ তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে এবং দুজন আহত হয়েছেন।
৪ বছর আগে