রাজধানীর বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (২২জুন) দুপুরে আফতাবনগর এলাকায় এই ঘটনাটি ঘটে।
মৃত শ্রমিকেরা হলেন- কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার কাজাইকাটা গ্রামের মংলা শেখের ছেলে রবিউল ইসলাম (৩০) ও একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে সুমন হোসেন (৩২)।
আহতরা হলেন- মো. সাইদ হাসান (২৫) ও কামাল হোসেন (৩০)।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু
জানা গেছে, গুরতর আহত অবস্থায় সহকর্মীরা তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক দুপুর পৌনে ১টায় প্রথমে রবিউল ইসলামকে পরে সুমন হোসেনকে মৃত ঘোষণা করেন।
সহকর্মী রবিউলের বড় ভাই তৌফিজ শেখ জানান, আফতাবনগরে একটি নির্মাণাধীন সাততলা ভবনের চার তালার বাহির অংশে মাচা বেঁধে সেখানে দাঁড়িয়ে প্লাস্টারের কাজ করছিলেন তারা। সেখান থেকে ঐ মাচা ভেঙে সবাই নিচে পড়ে যায়। পরে তাদের সহকর্মীদের সহায়তায় ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, লাশ দু’টি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাকি দু'জন চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: তেজগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে অগ্নিদগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু