৮টি স্বর্ণের বার
চুয়াডাঙ্গায় ৮টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রাম দিয়ে ভারতে স্বর্ণ পাচারের অভিযোগে আকরাম হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে দুই কেজি ৩৩৫ গ্রামের আটটি স্বর্ণের বার ও মোটরসাইকেল জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: খুলনায় ১২টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক
আকরাম হোসেন (৩০) ঠাকুরপুর গ্রামের মরহুম আব্দুস সাত্তারের ছেলে।
বিজিবি জানায়, সীমান্তের প্রধান খুঁটি ৯০ থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এক যুবক মোটরসাইকেল করে সীমান্তের দিকে যাচ্ছিলেন। এ সময় বিজিবি তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তাকে তল্লাশি করে আটটি স্বর্ণের বারসহ তাকে গ্রেপ্তার করে এবং তার মোটরসাইকেলটি জব্দ করে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এ ব্যাপারে সুবেদার মো. সাইফুল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেন। গ্রেপ্তার যুবকে থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকরা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার হবে।
আরও পড়ুন: বেনাপোলের দৌলতপুর সীমান্তে ৯টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে ৭টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
৫ মাস আগে
দর্শনা সীমান্তে ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে আটটি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (১২ এপ্রিল) সকালে আটকের সময় তাদের কাছ থেকে আটটি স্বর্ণের বার জব্দ করা হয়।
আটক সুলতান আহমেদ (৪৪) চাঁদপুর জেলার চাঁদপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দুই কোটি টাকার স্বর্ণ জব্দ, ভ্যানচালক আটক
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বর্ণ পাচারের গোপন সংবাদে বিজিবির টহল দল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি এলাকায় অবস্থান নেয়। এ সময় একজনকে দেখে সন্দেহ হলে বিজিবির সদস্যরা তার গতিরোধ করেন। পরে তাকে আটক করে তল্লাশি করে ৯৭৯ দশমিক ৬২ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এর আনুমানিক বাজারমূল্য ৮১ লাখ ৪৬ হাজার ৬৮৭ টাকা।
সাইফুল ইসলাম আরও জানান, স্বর্ণের বারগুলো শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য নেওয়া হচ্ছিল। স্বর্ণ পরিবহন ও নিজ জিম্মায় রাখায় সুলতান আহমেদকে আটক করা হয়। তার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হবে। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে ৭০ লাখ টাকার স্বর্ণের বার জব্দ
ঢাকা বিমানবন্দরে এক কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার: এপিবিএন
১ বছর আগে
শার্শা সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বার জব্দ
ভারতে পাচারকালে যশোরের শার্শার অগ্রভুলাট সীমান্ত থেকে ৯৩২ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে না পারলেও চোরাচালানী কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করে বিজিবি।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে একটি টহল দল স্বর্ণের বারগুলো উদ্ধার করেন।
এ সময় স্বর্ণের বার ফেলে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী।
আরও পড়ুন: শার্শায় সীমান্ত থেকে দেড় কোটি টাকার স্বর্ণের বার জব্দ
বিজিবি জানায়, ভারতে স্বর্ণের বার পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার পাঁচভুলাট ও অগ্রভুলাট বিওপি’র মধ্যবর্তী নয়কোনা বটতলার মোড় নামক স্থানে গোপনীয়তার সঙ্গে বিজিবি সদস্যরা অবস্থান নেয়। কিছুক্ষণ পর বিজিবি টহল দল একজন ব্যক্তিকে মোটর সাইকেলযোগে আসতে দেখে তাকে থামতে বলে। ওই ব্যক্তি মোটরসাইকেলটি না থামিয়ে জোরে চালিয়ে পালাবার চেষ্টা করলে বিজিবি টহল দল তাকে লাঠি দিয়ে আঘাত করলে সে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা কস্টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে উক্ত প্যাকেটটি তল্লাশি করে ৯৩২ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বারসহ রেখে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
উদ্ধার করা স্বর্ণের মূল্য ৭৩ লাখ ৭২ হাজার ১২০ টাকা ও মোটর সাইকেলের মূল্য এক লাখ ৫০ হাজার টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, গত ২০২২ সাল থেকে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা থেকে ২৩ জন আসামিসহ মোট ৭৬ কেজি ৫৯ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে।
যার বাজার মূল্য ৫৮ কোটি ৭৫ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা। চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে ১ জন আটক, ৪৫টি স্বর্ণের বার জব্দ
সীতাকুণ্ডে ২০টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ২
১ বছর আগে