চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে আটটি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (১২ এপ্রিল) সকালে আটকের সময় তাদের কাছ থেকে আটটি স্বর্ণের বার জব্দ করা হয়।
আটক সুলতান আহমেদ (৪৪) চাঁদপুর জেলার চাঁদপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দুই কোটি টাকার স্বর্ণ জব্দ, ভ্যানচালক আটক
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বর্ণ পাচারের গোপন সংবাদে বিজিবির টহল দল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি এলাকায় অবস্থান নেয়। এ সময় একজনকে দেখে সন্দেহ হলে বিজিবির সদস্যরা তার গতিরোধ করেন। পরে তাকে আটক করে তল্লাশি করে ৯৭৯ দশমিক ৬২ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এর আনুমানিক বাজারমূল্য ৮১ লাখ ৪৬ হাজার ৬৮৭ টাকা।
সাইফুল ইসলাম আরও জানান, স্বর্ণের বারগুলো শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য নেওয়া হচ্ছিল। স্বর্ণ পরিবহন ও নিজ জিম্মায় রাখায় সুলতান আহমেদকে আটক করা হয়। তার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হবে। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে ৭০ লাখ টাকার স্বর্ণের বার জব্দ
ঢাকা বিমানবন্দরে এক কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার: এপিবিএন