মাইক
চট্টগ্রামে উপনির্বাচন: কেন্দ্রে যেতে মসজিদের মাইক থেকে ভোটারদের অনুরোধ
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের উপনির্বাচনে কেন্দ্রে ভোটার সংকট চলছে। প্রার্থীদের কর্মী-সমর্করা ভোটারদের বুঝিয়েও কেন্দ্রে নিতে পারছে না।
অনেক কেন্দ্রে গিয়ে দেখা গেছে, বাইরে অসংখ্য উৎসুখ মানুষ অবস্থান করলেও ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন না।
রবিবার সকালে শুরু হওয়া এই আসনের উপনির্বচন চলাকালে দুপুর পর্যন্ত একটিও ভোট পড়েনি এমন বুথও রয়েছে।
অন্য দিকে ভোটার খরা কাটাতে একটি এলাকার মসজিদের মাইক থেকে ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ জানাতে শোনা গেছে।
দুপুরে নগরীর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সরকারি উচ্চ বিদ্যালয় এ বিদ্যালয় (১১৭ নম্বর মোল্লাপাড়া ভোটকেন্দ্র)। কেন্দ্রটির তিন নম্বর বুথে ৩৯১টি ভোটের মধ্যে একটি ভোটও পড়েনি।
এ কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ৩৪৬টি। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটে এ কেন্দ্রের ৬টি বুথে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৫০টির মতো।
কেন্দ্রটি ঘুরে দেখা গেছে, এক ঘণ্টা ৫০ মিনিটে এ কেন্দ্রের এক নম্বর বুথে ভোট পড়েছে ১৭টি, দুই নম্বর বুথে ৯টি, তিন নম্বর বুথে একটি ভোটও পড়েনি। চার নম্বর বুথে ১৩টি, পাঁচ নম্বর বুথে ৭টি, ছয় নম্বর বুথে তিনটি করে ভোট পড়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম-১০ উপনির্বাচন: জয়ের ব্যাপারে আশাবাদী মহিউদ্দিন বাচ্চু
এ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা পুলক কুমার বড়ুয়া জানান, সকালে ভোটারের উপস্থিতি কম। আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।
এ কেন্দ্রের তিন নম্বর বুথের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আনসার উল্লাহ বলেন, তিন নম্বর বুথে ৩৯১ জন নারী ভোটার আছেন। দুপুর পর্যন্ত কোনো ভোট পড়েনি। এ কেন্দ্রের প্রতিটি বুথে আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট থাকলেও বাকি চার প্রার্থী এ কেন্দ্রে এজেন্ট দেয়নি।
এদিকে ভোট চলাকালে সকাল ১০টা থেকে দুপুর বারোটা পর্যন্ত নগরীর বাদুরতলা জঙ্গি শাহ মাজার এলাকায় একটি মসজিদের মাইক থেকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে এলাকাবাসীকে আহ্বান জানাতে শোনা গেছে।
এ নিয়ে এলাকার লোকজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।
আব্বাস উদ্দিন নামে মহল্লার এক বাসিন্দা বলেন, নির্বাচনের কাজে মসজিদের কোনো কিছু ব্যবহার করা ঠিক নয়। মসজিদের মাইক লাগানো হয়েছে শুধু আজান ও ধর্মীয় কাজের জন্য।
নির্বাচনে নৌকা মার্কার সরকার দলীয় প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন, কেন্দ্রে ভোটারদের আনতে তার দলের কর্মী সমর্থকরা কাজ করছেন।
এদিকে সকাল থেকে ভোট চলাকালে দুপুর ২টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিপুল সংখ্য র্যাব পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে।
চট্টগ্রাম অঞ্চলের নির্বাচনী কর্মকর্তা ও রিটানিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলেছ। কোথাও কোনো সমস্যা নেই। প্রতিটি কেন্দ্রে বসানো সিসি ক্যামেরা দিয়ে নির্বাচন কমিশন থেকে ভোট পর্যবেক্ষণ করেছে ইসি।
আরও পড়ুন: চট্টগ্রাম-১০ উপনির্বাচন: ভোটগ্রহণ চলছে, সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করছে ইসি
ঢাকা-১৭ উপনির্বাচনে আ.লীগ প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত বিজয়ী
১ বছর আগে
বগুড়ায় হালখাতার মাইক টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বগুড়ার শিবগঞ্জে হালখাতার মাইক টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার দেউলী ইউনিয়নের রহবল বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত রহমান (২০) রহবল মধুপুর গ্রামের সার ব্যবসায়ী আব্দুল হান্নানের ছেলে।
আরও পড়ুন: রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
স্থানীয়রা জানান, সোমবার আরাফাতের বাবার সারের দোকানে হালখাতা চলছিলো। এ উপলক্ষে সকাল ১১ টায় বৈদ্যুতিক সংযোগ চালু রেখে মাইক টানাতে যান আরাফাত।
এসময় বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা ও কোলে থাকা মেয়ের মৃত্যু
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু
১ বছর আগে
ঐতিহাসিক ৭ মার্চের ওপর নির্মিত চলচ্চিত্র `মাইক` এর ফুটেজ উদ্ধারের দাবি
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে সরকারি অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ 'মাইক' চলচ্চিত্রের চুরি হওয়া ফুটেজ উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আবেদন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন বলেন, আমি ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র 'মাইক' নির্মাণ করি।
চলচ্চিত্রটি আগামী ৭ মার্চের পূর্বেই মুক্তি দেয়ার কথা। ছবিটি সহকর্মীদের নিয়ে গত ৮ ফেব্রুয়ারি বিকাল ৪টায় পরীক্ষামূলকভাবে দেখার সময় আমাদের অফিসের উত্তরাংশে পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের তাকাফুল প্রকল্প অফিস থেকে অপরিচিত ছয় থেকে সাত জন বের হয়ে বলেন, এটা ইসলামী ইন্সুরেন্স টাওয়ার। এখানে বঙ্গবন্ধুর ছবি, ভাস্কর্য ও চলচ্চিত্র কার্যক্রম ইত্যাদি করা যাবে না। এটা আমাদের চেয়ারম্যান ফখরুল সাহেবের হুকুম।
তিনি বলেন, গত ৮ ফেব্রুয়ারি পদ্মা লাইফ টাওয়ারের ইলেকট্রিশিয়ান বিকাল ৫টায় এসে বলেন, ভবনের বিদ্যুৎ লাইন মেরামত করতে হবে বিধায় এক ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। তারপর দুই ঘন্টারও বেশি সময় অতিবাহিত হলে ইলেকট্রিশিয়ান মাহে আলমকে জিজ্ঞেস করলে জানায়, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের চেয়ারম্যান ফখরুল ইসলাম স্যারের নির্দেশ ও এসিস্ট্যান্ট ভাইস চেয়ারম্যান আসগর আলী স্যারের হুকুমে আপনাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
আরও পড়ুন: ৭ মার্চ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
তিনি আরও বলেন, গত ৯ ফেব্রুয়ারি সকাল সোয়া ১০টায় আমি আমার ড্রাইভারের কল পেয়ে অফিসে ঢুকে দেখি বঙ্গবন্ধুর ছবি ভাঙ্গা অবস্থায় মেঝেতে পড়ে আছে, তর্জনী ভাস্কর্যটিও মেঝেতে পড়া।
গত ৮ ফেব্রুয়ারি রাত ১০টা থেকে ৯ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে যেকোন সময় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ভবনের ১১ তলায় বিবার্তা ও জাগরণ টিভির অফিসে দুষ্কৃতিকারীরা আমার টেবিলের ড্রয়ারে রক্ষিত ‘মাইক' চলচ্চিত্রের সর্বশেষ এডিটেড ফুটেজের পোর্টেবল হার্ডডিস্ক চুরি করে নিয়ে যায়।
যার আনুমানিক মূল্য এক কোটি ২৫ লাখ টাকা।
শাহীন বলেন, এছাড়া বিবার্তার সম্পাদকের ড্রয়ার থেকে বেতন ও ভাড়ার জন্য তোলা নগদ পাঁচ লাখ ৩৫ হাজার টাকা এবং একটি অ্যাপল ব্র্যান্ডের আইপ্যাড যার মূল্য এক লাখ ১০ হাজার টাকাও নিয়ে যায়।
যার সর্বমোট মূল্য এক কোটি ৩১ লাখ ৪৫ হাজার টাকা।
উল্লেখ্য, অত্র ভবনের ১১ তলার একাংশ অফিস হিসেবে ভাড়া নিয়ে ২০২১ সালের ৩ মে থেকে গণমাধ্যম কার্যক্রম পরিচালনা করে আসছি।
তিনি জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে রমনা থানা পুলিশ, ডিবি এবং সিআইডি ঘটনাস্থলে এসে উক্ত ঘটনা দেখেন ও শোনেন।
এদিকে নাশকতা, ভাংচুর-চুরির ঘটনায় গত ৯ ফেব্রুয়ারি গভীর রাত পর্যন্ত রমনা থানায় অপেক্ষা করেও মামলা করতে পারিনি।
বিবার্তা ২৪ ডটনেট ও জাগরণ আইপি টিভির অফিসে হামলা, বিশেষ করে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে উপজীব্য করে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র 'মাইক' এর ফুটেজ চুরির বিষয়ে প্রতিবাদ জানিয়ে পরদিন থেকে মুক্তিযুদ্ধ মঞ্চ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম-ঢাকা, ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরাম, ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম, কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রেসক্লাব, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি, ঢাকা আলিয়া সাংবাদিক সমিতি, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সংগঠন বিবৃতি দেয় এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে চাপে পড়ে ১০ ফেব্রুয়ারি সন্ধ্যার পর আমাকে ডাকে রমনা থানা পুলিশ।
তিনি আরও বলেন, অভিযোগপত্রে কাটছাঁট করার জন্য দীর্ঘ সময় বসিয়ে রেখে রাত প্রায় দেড়টার দিকে বলে, ডিসিকে না দেখিয়ে মামলা নেয়া যাবে না।
১১ ফেব্রুয়ারি, শনিবার রমনা মডেল থানায় অজ্ঞাতনামা চোর/চোরদের বিবাদী করে চুরির মামলা নেয়, যার নং: ০৯, তাং: ১১.০২.২০২৩।
মামলায় বিবার্তা ও জাগরণ অফিসে হামলা, ভাংচুর-চুরির ঘটনায় প্রধান সন্দেহভাজন পদ্মার চেয়ারম্যান ফখরুল ইসলামসহ অভিযুক্তদের নাম বাদ দিতে হয়েছে।
'মাইক' চলচ্চিত্রের পরিচালক ও প্রযোজক বলেন, আমি মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন গৌরব '৭১ এর সাধারণ সম্পাদক ও গণজাগরণ মঞ্চের একজন সংগঠক।
অন্যদিকে ফখরুল ইসলাম যুদ্ধাপরাধীদের সংগঠন জামায়াতের সাবেক নেতা ও পৃষ্ঠপোষক।
যেহেতু জাগরণ টিভি ও বিবার্তা ২৪ ডটনেট সত্য, ন্যায় ও মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান, সেহেতু পদ্মা লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও এসিস্ট্যান্ট ভাইস চেয়ারম্যান আসগর আলী আমাকে এই টাওয়ার থেকে উৎখাতের ষড়যন্ত্র করে 'মাইক' এর সর্বশেষ এডিটেড ফুটেজের পোর্টেবল ড্রাইভটি চুরিতে তারা মদদ জুগিয়েছে।
কারণ সাধারণ চোরের কাছে এর কী মূল্য আছে?
তিনি বলেন, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক সাড়া পেয়ে আমি আশায় বুক বেঁধেছিলাম, একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ষড়যন্ত্রকারীরা চিহ্নিত হয়ে আইনের আওতায় আসবে এবং 'মাইক' চলচ্চিত্রের ফুটেজটি উদ্ধার হবে।
"কিন্তু অত্যান্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে, এক সপ্তাহ অতিবাহিত হলেও অপরাধীদের ধরার দৃশ্যমান কিছু পরিলক্ষিত হয়নি। তাই এই বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি ভরসা রাখা দায় হয়ে উঠেছে। এদিকে পদ্মা লাইফ কর্তৃপক্ষ অদ্যবধি আমাদের বিদ্যুৎ সংযোগটি বন্ধ রেখেছে," তিনি বলেন।
প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে এফ এম শাহীন বলেন, আমাদের আশা, আকাঙ্ক্ষা ও আশ্রয়ের শেষ ভরসা জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে আকুল আবেদন-আপনি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে 'মাইক' চলচ্চিত্রের ফুটেজ উদ্ধারের নির্দেশ দিয়ে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করবেন।
মাইক-এর অভিনেতা ঝুনা চৌধুরী বলেন, সরকারের অনুদানে ছবিটি নির্মিত হয়েছে। আর এই ছবির স্ক্রিপ্টও ভালো ছিল।
সিনেমার হার্ডডিস্কটি নিয়ে গেছে। আজকে আমরা এখানে প্রতিবাদ করছি। প্রয়োজনে রাজপথে নামব।
এই চলচ্চিত্রের অভিনেতা নাদের চৌধুরী বলেন, সিনেমাটা যাতে দর্শকরা দেখতে পারে সেই ব্যবস্থা করা হোক। ভবনে কিছু ঘটলে তার দায়-দায়িত্ব পদ্মা লাইফ ইন্সুরেন্সকে বহন করতে হবে।
আমরা আশা করি, প্রশাসন চুরি হওয়া ফুটেজ উদ্ধার করবে এবং দেশের মানুষ ৭ মার্চের মধ্যে সিনেমাটি দেখতে পারবে।
মাইকের অভিনেত্রী তানভীন সুইটি বলেন, ইতিহাস তুলে আনার এই ধারাকে বারবার থমকে দেয়া হচ্ছে! ২০২৩ সালে এসে কারা এই কাজটা করল? আমি এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।
'মাইক' সিনেমার অপর পরিচালক হাসান জাফরুল বিপুল বলেন, সিনেমাটি যদি অন্য জায়গা থেকে আপলোড হয় তাহলে বড় বিপর্যয় হবে আমাদের জন্য।
সিনেমাটি আগামী ৭ মার্চে মুক্তি দিতে চাচ্ছি। আমি মাইক-এর ফুটেজ উদ্ধারে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা চাই।
'মাইক' এর শিশুশিল্পী সানজিদ বলেন, জাতির পিতার ৭ই মার্চের ভাষণকে নিয়ে আমাদের সিনেমাটি নির্মিত হয়েছে। মার্চ মাসে সিনেমাটি মুক্তি পেলে সবচেয়ে ভালো হতো।
আরেক শিশুশিল্পী আলী আবদুল্লাহ বলেন, আমরা আশা করেছিলাম মার্চ মাসে সিনেমাটি মুক্তি পাবে।
আশা করছি ঠিক সময়ে 'মাইক' সিনেমাটি মুক্তি পাবে।
সংবাদ সম্মেলনে বিবার্তা২৪ডটনেটের সম্পাদক বাণী ইয়াসমিন হাসি, বিবার্তার বার্তা সম্পাদক হাবিবুর রহমান রোমেল প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান, জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও জয়িতা মহলানবীশ প্রমুখ।
আরও পড়ুন: সংবিধানে অন্তর্ভুক্ত করা ৭ মার্চের ভাষণে শতাধিক ভুল: তদন্ত প্রতিবেদন হাইকোর্টে
ভারতে ২৭ মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট ফের চালু
১ বছর আগে