টেঁটাবিদ্ধ
নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ ১, আটক ৩
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অলিদ নামে একজন টেঁটাবিদ্ধ হয়েছেন। এসময় বেশকয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালানো হয়।
খবর পেয়ে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে ও ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় রেজাউল, জিল্লুর রহমান ও আসলাম নামে তিনজনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: মাগুরায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, আটক ৪
শুক্রবার দুপুরে ফতুল্লা থানা সীমান্তের বক্তাবলী ইউনিয়নের আকবরনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অলিদ আকবরনগর এলাকার মৃত. দুদু মিয়ার ছেলে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বশত্রুতার জের ধরে দুপুরে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে টেঁটা, রাম দা হাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অলিদ মিয়ার হাতে-পায়ে ও মাথায় টেঁটাবিদ্ধ হন।
এ বিষয়ে বক্তাবলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন বলেন, ২০ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে এবং ধাওয়া করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। আকবরনগরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আকবরনগর এলাকাকে সন্ত্রাস মুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।
আরও পড়ুন: নরসিংদীর চরাঞ্চলে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
৫ মাস আগে
জমি নিয়ে বিরোধ: মুন্সীগঞ্জে টেঁটাবিদ্ধ যুবক নিহত, আহত ১১
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১ জন।
শুক্রবার উপজেলার চরগোলগোলিয়ায় সংঘর্ষের ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: মাছ ভেবে বড় ভাইয়ের ছোড়া টেঁটার আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
টেঁটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ফালান মিয়া (৩০)। এ ঘটনায় গলায় টেঁটাবিদ্ধ ফারুক হোসেনসহ ১১ জন আহত হয়েছে।
আহতদের ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজনুল হক জানান, জমির বিরোধ নিয়ে দুপুর ১২ টা পর্যন্ত থেমে থেমে প্রায় দুই ঘন্টা ইয়াকুব মিয়া ও জয়নাল মিয়া গ্রুপের টেঁটাযুদ্ধ হয়।
তিনি জানান, এতে আহত ইয়াকুব গ্রুপের ফালান মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন: টাঙ্গাইলে মাইক্রোবাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ঢাবি ছাত্রলীগের দুই নেতা আটক
১ বছর আগে