মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১ জন।
শুক্রবার উপজেলার চরগোলগোলিয়ায় সংঘর্ষের ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: মাছ ভেবে বড় ভাইয়ের ছোড়া টেঁটার আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
টেঁটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ফালান মিয়া (৩০)। এ ঘটনায় গলায় টেঁটাবিদ্ধ ফারুক হোসেনসহ ১১ জন আহত হয়েছে।
আহতদের ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজনুল হক জানান, জমির বিরোধ নিয়ে দুপুর ১২ টা পর্যন্ত থেমে থেমে প্রায় দুই ঘন্টা ইয়াকুব মিয়া ও জয়নাল মিয়া গ্রুপের টেঁটাযুদ্ধ হয়।
তিনি জানান, এতে আহত ইয়াকুব গ্রুপের ফালান মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন: টাঙ্গাইলে মাইক্রোবাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ঢাবি ছাত্রলীগের দুই নেতা আটক