আহত ১১
তিস্তার ভাঙন প্রতিরোধের কাজ করতে গিয়ে ২ শ্রমিক নিখোঁজ, আহত ১১
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ভাঙন প্রতিরোধের কাজ করতে গিয়ে ব্লকের নৌকা উল্টে আতোয়ার ও রাজু নামে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন।
এসময় ব্লকের নিচে চাপা পড়ে আহত হয়েছেন আরও ১১ জন।
আরও পড়ুন: ধলেশ্বরী নদীতে পিকনিকের নৌকা ডুবে কিশোরের মৃত্যু, নিখোঁজ ২
এছাড়া নিখোঁজ দুইজনকে উদ্ধারে সুন্দরগঞ্জ ও গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের দুইটি দল কাজ করছে।
শনিবার (২৭ জুলাই) বিকালে সুন্দরগঞ্জের শ্রীপুরে তিস্তার ভাঙন প্রতিরোধে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, মানিক মিয়া, রশিদ মিয়া, শাহ আলম মিয়া, মনজিল মিয়া, খায়রুল ইসলাম, হাসু মিয়া, বিশ্বজিৎ দাস, নুর আলম, মুকুল মিয়াসহ আর দুইজন।
নিখোঁজ দুইজনসহ অন্যদের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের বাগুড়িয়া গ্রামে।
গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক বলেন, ‘শনিবার বিকালে সুন্দরগঞ্জের শ্রীপুরে তিস্তার ভাঙন প্রতিরোধে কাজ করছিলেন ৩০ জন শ্রমিক। এসময় কাজ করতে গিয়ে ব্লকের নৌকা উল্টে আতোয়ার ও রাজু নিখোঁজ হয়েছেন। এসময় ব্লকের নিচে চাপা পড়ে আহত হয়েছেন আরও ১১ জন।’
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত দুইজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।
আরও পড়ুন: মাদরাসার পাশের পুকুরে ভেসে উঠল নিখোঁজ ছাত্রের লাশ
মানিকগঞ্জে পিকনিকের ট্রলার ডুবিতে নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার
৩ মাস আগে
কুমিল্লায় ডাকাতদের এলোপাতাড়ি কোপে নারীসহ আহত ১১
ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় কুমিল্লার চান্দিনা উপজেলার বড়ইয়ার কৃষ্ণপুর গ্রামে বেশ কয়েকজন গ্রামবাসীদের রামদা, ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে ডাকাত দলের সদস্যরা।
বৃহস্পতিবার (১৫ জুন) ঘটনাটি ঘটেছে বলে জানান গ্রামবাসীদের। এতে আহত ১১ নারী-পুরুষ বড়ইয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের।
আরও পড়ুন: কুমিল্লায় পুলিশ-যুবদল সংঘর্ষের ঘটনায় ৮৯ জনের বিরুদ্ধে মামলা
আহতরা হলো- গ্রামের প্রধানীয়া বাড়ির মো. শাহ আলম (৭০), তার স্ত্রী জয়নব বেগম (৬২), ছেলে আনিছুর রহমান (৩০), একই বাড়ির মৃত মজিবুর রহমান ছেলে আবদুর রহমান (৩১), মো. লোকমান হোসেনের ছেলে সোলায়মান (২৮), মৃত ছিফাত উল্লাহর ছেলে রবিউল্লাহ (৪৫), মৃত আবদুল মান্নানের ছেলে জসিম উদ্দিন প্রধান (৪৫), মৃত আমিন উদ্দিন প্রধানের ছেলে মফিজুল ইসলাম প্রধান (৬৫), মৃত মজিবুর রহমানের স্ত্রী তাসলিমা (৩৮), রশিদ প্রধানের ছেলে ওসমান গনি (৩৫), সেলিম প্রধানের ছেলে আলমগীর হোসেন (২৮)।
এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আনিছুর রহমানকে গৌরীপুর সরকারি হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজে পাঠান চিকিৎসকরা।
জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় বিল্ডিং বাড়ির পেছন দিক থেকে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাত দল। ২০-২৫ জনের শর্ট প্যান্ট পরিহিত ও মুখোশধারী ডাকাত দল তাদের পরিবারের সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। ডাকাতরা নগদ টাকা, একটি মোবাইল, স্বর্ণের কানের দুল ও আংটি লুট করে।
এ সময় পার্শ্ববর্তী ঘরের লোকজন টের পেয়ে গেলে ডাকাতরা পালিয়ে যায়। ভুক্তভোগীদের চিৎকারে গ্রামের অন্যান্য লোকজন ডাকাতদের ধাওয়া করে। এছাড়া কয়েকজন রাস্তায় ডাকাতদের আটকের চেষ্টা করে। এ সময় ডাকাত দলের সদস্যরা সবাইকে কুপিয়ে পালিয়ে যায়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: কুমিল্লায় হত্যা মামলায় ২ জনের ফাঁসির আদেশ
কুমিল্লায় পুলিশের সঙ্গে যুবদল কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া, আটক ১০
১ বছর আগে
জমি নিয়ে বিরোধ: মুন্সীগঞ্জে টেঁটাবিদ্ধ যুবক নিহত, আহত ১১
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১ জন।
শুক্রবার উপজেলার চরগোলগোলিয়ায় সংঘর্ষের ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: মাছ ভেবে বড় ভাইয়ের ছোড়া টেঁটার আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
টেঁটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ফালান মিয়া (৩০)। এ ঘটনায় গলায় টেঁটাবিদ্ধ ফারুক হোসেনসহ ১১ জন আহত হয়েছে।
আহতদের ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজনুল হক জানান, জমির বিরোধ নিয়ে দুপুর ১২ টা পর্যন্ত থেমে থেমে প্রায় দুই ঘন্টা ইয়াকুব মিয়া ও জয়নাল মিয়া গ্রুপের টেঁটাযুদ্ধ হয়।
তিনি জানান, এতে আহত ইয়াকুব গ্রুপের ফালান মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন: টাঙ্গাইলে মাইক্রোবাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ঢাবি ছাত্রলীগের দুই নেতা আটক
১ বছর আগে