এসডিএফ
সিরিয়ায় ট্রাক বোমা হামলায় নিহত ১০, আহত ১৩
সিরিয়ার উত্তরাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর আজাজে একটি ট্রাক বোমা বিস্ফোরণে ১০ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে।
বুধবার ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত চারজন তুরস্ক সমর্থিত 'সিরিয়ান ন্যাশনাল আর্মি'র সদস্য।
এদিকে অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) বিস্ফোরণস্থলে শেল নিক্ষেপ করেছে। সিরিয়ার উত্তরাঞ্চলে এসডিএফ ও তুর্কি সমর্থিত বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে একে অপরের বিরুদ্ধে লড়ে যাচ্ছে।
এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
সিরিয়ার আলেপ্পো প্রদেশে অবস্থিত আজাজ শহরটি সিরীয় সরকারবিরোধী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।
৪ মাস আগে
জীবিকার উন্নয়নে বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকার উন্নয়নে পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্পে বাংলাদেশ সরকারকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। ‘রেসিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের’আওতায় সরকারকে এ ঋণ দেবে সংস্থাটি।
গত ২৭ জুন বিশ্বব্যাংকের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) মধ্যে দুটি পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়।
আরও পড়ুন: আরও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ-বিশ্বব্যাংকের ২৫ কোটি ডলারের চুক্তি
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন ও এসডিএফের ব্যবস্থাপনা পরিচালক এ. জেড. এম. সাখাওয়াত হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে এসডিএফের চেয়ারপার্সন ও সাবেক সচিব মো. আবদুস সামাদ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: টিকা কিনতে বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
প্রকল্পটির লক্ষ্য হলো দরিদ্র ও দুর্বল গ্রামীণ মানুষের জীবন-জীবিকা উন্নয়নে সহায়তা করা। কোভিড-১৯ এর বিরূপ প্রভাব প্রশমণ, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলার সক্ষমতা তৈরি এবং করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে গ্রামাঞ্চলে উদ্যোক্তা তৈরিতে এ প্রকল্প নেয়া হয়েছে।
আরও পড়ুন: দেশে ঝরে পড়া তরুণ ও বস্তির শিশুদের শিক্ষায় বিশ্বব্যাংকের সহায়তা
প্রকল্পটি বাংলাদেশ সরকারের ডেল্টা পরিকল্পনা (বিডিপি) ২১০০ এবং সরকারের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
৩ বছর আগে
মানবসম্পদে বিনিয়োগ বাড়াতে হবে: সেমিনার
রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা দেশের জনমিতির সুফল বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে যথাযথভাবে ব্যবহার করার জন্য মানবসম্পদে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
৪ বছর আগে