গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকার উন্নয়নে পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্পে বাংলাদেশ সরকারকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। ‘রেসিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের’আওতায় সরকারকে এ ঋণ দেবে সংস্থাটি।
গত ২৭ জুন বিশ্বব্যাংকের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) মধ্যে দুটি পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়।
আরও পড়ুন: আরও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ-বিশ্বব্যাংকের ২৫ কোটি ডলারের চুক্তি
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন ও এসডিএফের ব্যবস্থাপনা পরিচালক এ. জেড. এম. সাখাওয়াত হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে এসডিএফের চেয়ারপার্সন ও সাবেক সচিব মো. আবদুস সামাদ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: টিকা কিনতে বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
প্রকল্পটির লক্ষ্য হলো দরিদ্র ও দুর্বল গ্রামীণ মানুষের জীবন-জীবিকা উন্নয়নে সহায়তা করা। কোভিড-১৯ এর বিরূপ প্রভাব প্রশমণ, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলার সক্ষমতা তৈরি এবং করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে গ্রামাঞ্চলে উদ্যোক্তা তৈরিতে এ প্রকল্প নেয়া হয়েছে।
আরও পড়ুন: দেশে ঝরে পড়া তরুণ ও বস্তির শিশুদের শিক্ষায় বিশ্বব্যাংকের সহায়তা
প্রকল্পটি বাংলাদেশ সরকারের ডেল্টা পরিকল্পনা (বিডিপি) ২১০০ এবং সরকারের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে সংযুক্ত করা হয়েছে।