বাংলাদেশ সফরে এসে অবশেষে জয়ের মুখ দেখল ক্রিকেট অস্ট্রেলিয়া। টানা তিন ম্যাচ হারের পর শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে সফরকারীরা।
স্বাগতিকদের দেয়া ১০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে এক ওভার বাকি থাকতে জয়ের দেখা পায় অস্ট্রেলিয়া।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
তৃতীয় ম্যাচে ৫০ রান করা টাইগার অধিনায়ক রিয়াদ, সৌম্য সরকার এবং নুরুল হাসান সোহান আজ ব্যাট হাতে ব্যর্থ হন।
মাহমুদউল্লাহ ও সোহান দুজনই শূন্য রানে আউট হন। প্রথম তিন ম্যাচে যথাক্রমে ২, ০, এবং ২ করা সৌম্য আজ ৪ রান করেছেন।
প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে কেবল মোহাম্মদ নাঈম এবং সাকিব আল হাসানই দুই অঙ্কে পৌঁছতে পেরেছেন। নাইম ৩৬ বলে ২৮ এবং সাকিব ২৬ বলে ১৫ রান করেন।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রান তুলে বাংলাদেশ।
লেগ স্পিনার মিচেল সোয়েপসন ১৩ রানে তিন উইকেট নেন।
টার্গেট তাড়া করতে নেমে দলীয় ৩ রানে অধিনায়ক ম্যাথু ওয়েডের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।
এরপর দলকে চাপমুক্ত করতে চতুর্থ ওভারে সাকিব আল হাসানকে ৫টি ছক্কা হাঁকান ডেন ক্রিস্টিয়ান। কিন্তু দলীয় ৪৭ রান থেকে ৬৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে আবার চাপে পরে যায় সফরকারীরা। তবে অ্যাস্টন অ্যাগার ও অ্যাস্টন টার্নারের দায়িত্বশীল ব্যাটিংয়ে এক ওভার বাকি থাকতে জয়ের দেখা পায় অসিরা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১০৪/৯ (মোহাম্মদ নাঈম ২৮, মেহেদি হাসান ২৩, আফিফ হোসেন ২০; মিচেল সোয়েপসন ৩/১২, অ্যান্ডু টাই ৩/১৮)।
অস্ট্রেলিয়া: ১৯ ওভারে ১০৫/৭ (ডেন ক্রিস্টিয়ান ৩৯, অ্যাস্টন অ্যাগর ২৭, অ্যাস্টন টার্নার ৯*; মোস্তাফিজ ২/৯, মেহেদি ২/১৭
ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।
আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ