সাবেক সভাপতি
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের বাবা গ্রেপ্তার
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি শোভনের বাবা নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে ভুরুঙ্গামারী উপজেলায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জুলাই-আগস্ট ছাত্র জনতার উপর হামলা ঘটনায় এজাহারভুক্ত আসামি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী খোকন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। পুলিশ অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।
৪৯ দিন আগে
ডিআরইউর সাবেক সভাপতি আজমল হোসেন আর নেই, বনানী কবরস্থানে দাফন
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও রেডিও বাংলাদেশের সংবাদপ্রবাহ গ্রন্থণাকার আজমল হোসেন খাদেম আর নেই।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর ইম্পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাদ জোহর বনানী মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মরহুমকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
আরও পড়ুন: চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনবির চেয়ারম্যান আমানউল্লাহ খান
জানাজা শেষে ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ আজমল হোসেন খাদেমের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
আজমল হোসেন খাদেমের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি সৈয়দ শুকুর আলী ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
১৯৪৮ সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি তিন মেয়ে, জামাতা নাতি-নাতনি আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘদিন বাংলার বাণী পত্রিকায় সাংবাদিকতা করেন। পাশাপাশি রেডিও বাংলাদেশের সংবাদ পর্যালোচনা ভিত্তিক কথিকা ‘সংবাদ প্রবাহ’ গ্রন্থণা করে খ্যাতি অর্জন করেন।
তিনি ১৯৯৮ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্বাচিত হন। তিনি জাতীয় প্রেস ক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের স্থায়ী সদস্য ছিলেন। এছাড়া রাত ৯টায় প্রচারিত সংবাদ প্রবাহ অনুষ্ঠানটি ছিল আশির দশকের জনপ্রিয় সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান।
আরও পড়ুন: কণ্ঠশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল মারা গেছেন
২২৬ দিন আগে
বাগেরহাটে বিএনপির ৪৮ জনের নামে মামলা
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের শহরের মুনিগঞ্জ বাসভবন থেকে শনিবার সাতটি ককটেল এবং কয়েকটি ধারালো অস্ত্র জব্দের দাবি করেছে পুলিশ।
অন্যদিকে, নাশকতা চেষ্টার অভিযোগে বিএনপির ৪৮ জন নেতাকর্মীর নামে একটি মামলা করেছে সদর থানা পুলিশ। ওই মামলায় পুলিশ বিএনপির ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: শিশু নির্যাতনের মামলায় গোপালদী পৌর মেয়রের আগাম জামিন
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, পদযাত্রার নামে নাশকতা চালানো হতে পারে গোপন সূত্রে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। অভিযান চলাকালে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের বাসভবন থেকে সাতটি ককটেল এবং কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ৪৮ জনের নাম উল্লেথ করে থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: বিডিআর বিদ্রোহ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
লক্ষ্মীপুরে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে শিশু নিহত: ১০ জনের বিরুদ্ধে মামলা
৭৯৬ দিন আগে