বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের শহরের মুনিগঞ্জ বাসভবন থেকে শনিবার সাতটি ককটেল এবং কয়েকটি ধারালো অস্ত্র জব্দের দাবি করেছে পুলিশ।
অন্যদিকে, নাশকতা চেষ্টার অভিযোগে বিএনপির ৪৮ জন নেতাকর্মীর নামে একটি মামলা করেছে সদর থানা পুলিশ। ওই মামলায় পুলিশ বিএনপির ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: শিশু নির্যাতনের মামলায় গোপালদী পৌর মেয়রের আগাম জামিন
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, পদযাত্রার নামে নাশকতা চালানো হতে পারে গোপন সূত্রে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। অভিযান চলাকালে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের বাসভবন থেকে সাতটি ককটেল এবং কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ৪৮ জনের নাম উল্লেথ করে থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: বিডিআর বিদ্রোহ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
লক্ষ্মীপুরে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে শিশু নিহত: ১০ জনের বিরুদ্ধে মামলা