পুলিশ কর্মকর্তা নিহত
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের এক সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ মে) দিনাজপুর সদর, ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটেছে।
কোতয়ালী থানার ইনচার্জ ফরিদ হোসেন জানান, বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে দিনাজপুর ১০ মাইল মহাসড়কের নশিপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মমতাজ আলী নামে পুলিশের সহকারী উপপরিদর্শক নিহত হয়েছে। এ সময় জলিল নামে আরেক সহকারী উপপরিদর্শক গুরুতর আহত হন।
তিনি জানান, মোটরসাইকেলে চড়ে ১০ মাইলের দিকে যাওয়ার সময় একটি ট্রাক মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়৷ এসময় রাস্তায় ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হন এএসআই মমতাজ আলী। মোটরসাইকেল চালক এএসআই আব্দুল জলিলকে গুরুতর জখম অবস্হায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দু'জনই কোতয়ালী থানার পুলহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত। ট্রাকসহ চালক পালিয়ে গেছে।
নিহত মমতাজ আলী ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর দোগাছি গ্রামের বাসিন্দা।
এর আগে সকালে ফুলবাড়ী উপজেলার বারোকনা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশাভ্যান আরোহী শামসুল হক নামে এক ব্যক্তি নিহত এবং আরও দুইজন আহত হয়েছে।
উপপরিদর্শক আসলাম উদ্দিন বিশ্বাস জানান, নিহত শামসুল হক (৬৫) পাবর্তীপুর উপজেলার হরিরামপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
এদিকে পাবর্তীপুর রেলওয়ে থানার ইনচার্জ শাকিউল আযম জানান, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে চিলাহাটি গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শহিদুল হক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
শহিদুল হক (৭০) নবাবগঞ্জ উপজেলার শালঘরিয়া গ্রামের বাসিন্দা। তিনি স্বল্প সময় একটি মাদ্রাসায় শিক্ষকতা করেছিলেন।
৭ মাস আগে
পাকিস্তানে জঙ্গি হামলায় ৪ পুলিশ কর্মকর্তা নিহত, আহত ৬
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ স্টেশনে জঙ্গিদের হামলায় চার পুলিশ কর্মকর্তা নিহত ও ছয়জন আহত হয়েছে।
বৃহস্পতিবার ভোরে পুলিশের গাড়ি লক্ষ্য করে রাস্তার পাশে পুতে রাখা বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও বিদ্রোহীরা।
আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি শহর লাকি মারওয়াতে একটি পুলিশ স্টেশনে হামলার প্রতিক্রিয়া জানাতে পুলিশের শক্তি বৃদ্ধির জন্য পাঠানো রসদ বহনকারী একটি পুলিশ গাড়িতে বোমা বিস্ফোরণে চারজন কর্মকর্তাকে হত্যা করে জঙ্গিরা।এতে পুলিশ স্টেশনের আরও ছয় কর্মকর্তা আহত হন।
আরও পড়ুন: ইমরান খানের বাড়িতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬১
স্থানীয় পুলিশ অফিসার আশফাক খান বলেছেন যে জঙ্গি সন্দেহভাজনদের বিষয়ে অনুসন্ধান চলছে যারা লাকি মারওয়াতে পুলিশ স্টেশনে হামলা করেছিল এবং পরে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে।
দুটি হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি নামে পরিচিত দলটি আলাদা কিন্তু আফগানিস্তানের তালেবানের সঙ্গে জোটবদ্ধ। পাকিস্তানি তালেবান পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার পর পাকিস্তানে হামলার মাত্রা বেড়েছে।
২০২১ সালে আফগান তালেবানরা আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকে টিটিপির তৎপড়তা বেড়েছে যখন ২০ বছর যুদ্ধের পর মার্কিন ও ন্যাটো সৈন্যরা দেশ ছেড়ে চলে যাচ্ছে। তালেবান দখলের পর থেকে অনেক টিটিপি নেতা ও যোদ্ধা আফগানিস্তানে আশ্রয়স্থল খুঁজে পেয়েছেন।
পাকিস্তান গত দুই দশকে অগণিত জঙ্গি হামলার মুখোমুখি হয়েছে। কিন্তু, নভেম্বরের পর থেকে তা বৃদ্ধি পেয়েছে। এদিকে টিটিপি পাকিস্তান সরকারের সঙ্গে আফগান তালেবান-মধ্যস্থতায় এক মাসের যুদ্ধবিরতির মেয়াদ শেষ করেছে।
আরও পড়ুন: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ দায়ের
১ বছর আগে