দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের এক সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ মে) দিনাজপুর সদর, ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটেছে।
কোতয়ালী থানার ইনচার্জ ফরিদ হোসেন জানান, বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে দিনাজপুর ১০ মাইল মহাসড়কের নশিপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মমতাজ আলী নামে পুলিশের সহকারী উপপরিদর্শক নিহত হয়েছে। এ সময় জলিল নামে আরেক সহকারী উপপরিদর্শক গুরুতর আহত হন।
তিনি জানান, মোটরসাইকেলে চড়ে ১০ মাইলের দিকে যাওয়ার সময় একটি ট্রাক মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়৷ এসময় রাস্তায় ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হন এএসআই মমতাজ আলী। মোটরসাইকেল চালক এএসআই আব্দুল জলিলকে গুরুতর জখম অবস্হায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দু'জনই কোতয়ালী থানার পুলহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত। ট্রাকসহ চালক পালিয়ে গেছে।
নিহত মমতাজ আলী ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর দোগাছি গ্রামের বাসিন্দা।
এর আগে সকালে ফুলবাড়ী উপজেলার বারোকনা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশাভ্যান আরোহী শামসুল হক নামে এক ব্যক্তি নিহত এবং আরও দুইজন আহত হয়েছে।
উপপরিদর্শক আসলাম উদ্দিন বিশ্বাস জানান, নিহত শামসুল হক (৬৫) পাবর্তীপুর উপজেলার হরিরামপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
এদিকে পাবর্তীপুর রেলওয়ে থানার ইনচার্জ শাকিউল আযম জানান, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে চিলাহাটি গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শহিদুল হক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
শহিদুল হক (৭০) নবাবগঞ্জ উপজেলার শালঘরিয়া গ্রামের বাসিন্দা। তিনি স্বল্প সময় একটি মাদ্রাসায় শিক্ষকতা করেছিলেন।