বিপিএল ফুটবল
বিপিএল ফুটবল: ঢাকা আবাহনীকে হারিয়ে রানার্সআপ ঢাকা মোহামেডান
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল ২০২৩-২৪ মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী লিমিটেডকে ২-১ গোলে হারিয়ে রানার্সআপ হয়েছে ঢাকা মোহামেডান।
স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপের রানার্সআপ ঢাকা মোহামেডান এসসি সদ্য সমাপ্ত বিপিএলে ১৮ লিগ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। অন্যদিকে ছয়বারের বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড ৩২ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় হয়েছে।
মৌসুমের তিনটি বড় ফুটবল ট্রফি - স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ এবং বিপিএল জিতে প্রথমবারের মতো ট্রেবল জয়ের বিরল কৃতিত্ব অর্জন করেছে বসুন্ধরা কিংস।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বুধবার বিকালের এই ম্যাচের ১৩তম মিনিটেই নীল-আকাশিদের এগিয়ে নেন মিডফিল্ডার ব্রাজিলিয়ান ব্রুনো গনকালভেস। ২৯তম মিনিটে খেলায় সমতা নিয়ে আসেন সাদা-কালোর ফরোয়ার্ড বাংলাদেশি আরিফ হোসেন।
খেলার ঠিক শেষ মুহূর্তে এই আরিফ হোসেনই সাদা-কালোর জয় এনে দেন মোহামেডানের ও নিজের হয়ে দ্বিতীয় গোলে।
দিনের অন্য ম্যাচে টানা পঞ্চমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের শিরোপা জয়ী বসুন্ধরা কিংস নিজেদের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেল কেসিকে ৩-১ গোলে হারিয়েছে।
ম্যাচের ১৪ মিনিটে সার্ভিয়ান ফরোয়ার্ড ভি বালাবানোভিচ দারুণ গোলে শেখ রাসেল কেসিকে এগিয়ে দেন। ৪৭ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েইরা দামাসেনো বসুন্ধরা কিংসের হয়ে সমতা আনেন।
আরও পড়ুন: বিপিএল ফুটবল: ঢাকা আবাহনীকে হারিয়ে পঞ্চম শিরোপার কাছাকাছি বসুন্ধরা কিংস
৭৬ মিনিটে কিংসের হয়ে দ্বিতীয় গোল করেন দেশি ফরোয়ার্ড রাকিব হোসেন। ২ মিনিট পরেই স্ট্রাইকার শেখ মোরসালিন কিংসের হয়ে তৃতীয় গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন।
এই ম্যাচ শেষে বসুন্ধরা কিংস ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছে, যা লিগ রানার্সআপ মোহামেডান এসসির চেয়ে ১০ পয়েন্ট বেশি। মোহামেডান ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট অর্জন করেছে।
দিনের অন্য ম্যাচে ফরটিস এফসি ৩-১ গোলে চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে, রহমতগঞ্জ এমএফএস ২-০ গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে এবং বাংলাদেশ পুলিশ এফসি ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে পরাজিত করে।
আরও পড়ুন: বিপিএল ফুটবল: পুলিশ এফসির সঙ্গে ড্র হওয়ায় পয়েন্ট হারাল ঢাকা আবাহনী
৬ মাস আগে
বিপিএল ফুটবল: ব্রাদার্সকে ৭-১ গোলে উড়িয়ে দিল ঢাকা আবাহনী
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল ২০২৩-২৪ এর রানার্সআপ পর্বে ঢাকা আবাহনী লিমিটেড ও ঢাকা মোহামেডান এসসির মধ্যকার রানার্সআপ লড়াই দেশের দুটি ভিন্ন ভেন্যুতে হয়েছে। তবে দিনের খেলা শেষে লড়াইটি উত্তেজনাপূর্ণ পর্যায়ে চলে গেছে।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুক্রবার(১৭ মে) বিকেলে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে ৭-১ গোলে হারিয়ে লিগ রানার্সআপ হয়েছে ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বিকালের আরেক ম্যাচে নিচের সারির রহমতগঞ্জ এমএফএসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে চলতি লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর চেয়ে আধিপত্য হারিয়েছে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান এসসি।
এর আগে গত শনিবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের (বিপিএল) ফুটবলে ঢাকা মোহামেডান এসসিকে ২-১ গোলে হারিয়ে টানা পঞ্চমবারের মতো শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস।
আরও পড়ুন: জয়ের ধারায় ছেদ পড়ল ‘মেসিবিহীন’ ইন্টার মায়ামির
বসুন্ধরা কিংস ১৫ ম্যাচের তিন ম্যাচ বাকি থাকতেই ৪০ পয়েন্ট অর্জন করেছে এবং ঢাকা আবাহনী লিমিটেড ও ঢাকা মোহামেডান এসসি ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট করে নিয়ে রানার্সআপ হওয়ার জন্য লড়াই মাঠে নামছে।
গোপালগঞ্জে সেন্ট ভিনসেন্টের স্ট্রাইকার কর্নেলিয়াস স্টুয়ার্ট ধানমন্ডির দল আবাহনী লিমিটেডের হয়ে হ্যাটট্রিক করেছেন যথাক্রমে ৭০, ৮৬, ৯০ ও ৯০+৪ মিনিটে।
আবাহনীর হয়ে ১০ ও ৬৪ মিনিটে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়াশিংটন ব্রান্দাও এবং ৯০+২ মিনিটে বাকি গোলটি করেন স্থানীয় মিডফিল্ডার মেরাজ হোসেন অপি।
গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়নের হয়ে ৭৯ মিনিটে পেনাল্টি থেকে সান্ত্বনাসূচক গোলটি করেন উজবেক ডিফেন্ডার নদিরবেক মাভলোনভ।
ম্যাচের ৫০ মিনিটে গাম্বিয়ান ডিফেন্ডার পেপে মুসা ফায়ে সরাসরি লাল কার্ড পাওয়ায় ১০ জনের দলে আটকে যায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব।
ময়মনসিংহে ঢাকা মোহামেডান এসসির হয়ে জোড়া গোল করেন মালির স্ট্রাইকার কাম ক্যাপ্টেন সৌলেমানে দিয়াবাতে।
৯০+৫ মিনিট এবং ৬ মিনিটে মোহামেডান এসসির হয়ে অন্য গোলটি করেন জাফর ইকবাল।
রহমতগঞ্জ এমএফএসের হয়ে ৪২ ও ৬৫ মিনিটে জোড়া গোল করেন ঘানার স্ট্রাইকার স্যামুয়েল কোনি এবং ৩৪ মিনিটে আর্নেস্ট বোয়াটেং বাকি গোলটি করেন।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার বিকালে লিগ পর্বের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী লিমিটেড ও স্বাগতিক শেখ রাসেল কেসির মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
১১ মিনিটের মাথায় গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড শন পল এবং ৭৩ মিনিটে শেখ রাসেল কেসির হয়ে সমতা ফেরান নাইজেরিয়ান ডিফেন্ডার গানিয়ু আতান্দা।
আরও পড়ুন: প্রিমিয়ার লিগে ‘ভিএআর’ বাদ দেওয়ার প্রস্তাব
৭ মাস আগে
বিপিএল ফুটবল: পুলিশ এফসির সঙ্গে ড্র হওয়ায় পয়েন্ট হারাল ঢাকা আবাহনী
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুক্রবার(১০ মে) বিকালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র হওয়ায় পয়েন্ট হারিয়েছে ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড।
দিনের হতাশা শুরুতে লিগ লিডার বসুন্ধরা কিংসের কাছে ১-২ গোলে হেরে চার ম্যাচ বাকি থাকতেই শিরোপার লড়াই থেকে ছিটকে পড়ে ঢাকা আবাহনী লিমিটেড। তবে দলটি ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়ার দৌড়ে টিকে আছে।
২০১৮-১৯ মৌসুম থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত টানা চতুর্থবারের মতো বিপিএল শিরোপা জেতা বসুন্ধরা কিংস (কোভিড-১৯ মহামারির কারণে ২০১৯-১০ মৌসুমে বিপিএল পরিত্যক্ত) ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পঞ্চম শিরোপা জয়ের জন্য প্রস্তুত। দলটি নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহামেডান এসসির চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে রয়েছে।
আরও পড়ুন: অফসাইডের সিদ্ধান্ত টুখেলের কাছে ‘চরম বিপর্যয়কর’
ম্যাচের নবম মিনিটেই সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট (১-০) ব্যবধানে ধানমন্ডির দল আবাহনীকে এগিয়ে দেন।
৮৮ মিনিটে আবাহনী সমর্থকদের হতাশ করে পুলিশ এফসির হয়ে স্থানীয় ফরোয়ার্ড এমএস বাবলু ব্যবধান সমতায় নিয়ে আসেন (১-১)।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার বিকালে শেখ রাসেল কেসি ও রহমতগঞ্জ এমএফএসের মধ্যকার দিনের অন্য ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
ঘানার ফরোয়ার্ড আর্নেস্ট বোয়াটেং ৫৬ মিনিটে (১-০) পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ এমএফএসের হয়ে প্রথম গোল করেন এবং শেখ রাসেল কেসির হয়ে সার্ভিয়ান বুটার ভোজিস্লাভ বালাবানোভিচ ৬২ মিনিটে (১-১) সমতায় নিয়ে আসেন।
আরও পড়ুন: ‘মাদ্রিদে এটা প্রায়ই হয়’- গোল বাতিল প্রসঙ্গে মুলার
৭ মাস আগে
বিপিএল ফুটবল: ঢাকা আবাহনীকে হারিয়ে পঞ্চম শিরোপার কাছাকাছি বসুন্ধরা কিংস
বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফুটবলে ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেডকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
শনিবার (৪ মে) সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস তাদের নিজের মাঠে এই সাফল্য পায়।
প্রথমার্ধে ২-০ গোলের ব্যবধানে আধিপত্য বিস্তার করে তারা।
২০১৮-১৯ আসর থেকে ২০২২-২৩ আসর পর্যন্ত টানা চতুর্থবারের মতো বিপিএল শিরোপা জেতা কিংস (কোভিড-১৯ মহামারির কারণে ২০১৯-১০ আসরে (বিপিএল পরিত্যক্ত) ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পঞ্চম বিপিএল শিরোপা জয়ের জন্য প্রস্তুত। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহামেডান এসসির চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে এবং তৃতীয় স্থান অর্জনকারী ঢাকা আবাহনী লিমিটেডের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে।
আরও পড়ুন: ফিফা বিশ্ব র্যাঙ্কিং: বাংলাদেশের অবস্থান ১৮৪তম
দিনের খেলা শেষে ঢাকা আবাহনী লিমিটেড ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের দৌড় থেকে ছিটকে পড়েছে এবং ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান এসসি ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তাদের সামান্য আশা বাঁচিয়ে রেখেছে। এছাড়া সব দলেরই চারটি করে ম্যাচ বাকি রয়েছে।
দিনের গুরুত্বপূর্ণ ম্যাচে স্থানীয় ফরোয়ার্ড রাকিব হোসেন ম্যাচের পঞ্চম মিনিটে কিংসের হয়ে প্রথম গোল করেন (১-০) এবং ৩৫ মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা জয়সূচক ব্যবধান দ্বিগুণ করেন (২-০)।
৫০তম মিনিটে সেন্ট ভিনসেন্ট ফরোয়ার্ডে কর্নেলিয়াস স্টুয়ার্ট একমাত্র গোল করে ব্যবধান কমিয়ে আবাহনীকে এগিয়ে দেন (২-১)।
আরও পড়ুন: বিপিএল ফুটবল: শেখ রাসেল কেসিকে ১-০ গোলে হারাল ঢাকা আবাহনী
৭ মাস আগে
বিপিএল ফুটবল: মোহামেডান এসসিকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় স্থানে শেখ রাসেল কেসি
একাদশ দলের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল ২০২২-২৩-এ ঢাকা মোহামেডান এসসিকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় স্থানে উঠেছে সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেল কেসি।
শনিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই জয় পায় শেখ রাসেল কেসি।
প্রথমার্ধের খারাপ পারফরম্যান্সের পর নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ ইকেচুকউ শেখ রাসেল কেসিকে ৫১তম মিনিটে (১-০) এগিয়ে দেন। এবং আরেক নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে এমানুয়েল ৬৭তম মিনিটে মোহামেডান এসসিকের হয়ে গোল করে (১-১) সমতা ফিরিয়ে আনেন।
অবশেষে, নাইজেরিয়ান বুটার এমফোন উদোহ ৭৮তম মিনিটে শেখ রাসেল কেসির হয়ে ম্যাচ জয়ী গোলটি করেন(২-১) সাদা-কালো মোহামেডানকে হতবাক করে।
দিনের সফলতায় শেখ কেসি লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে শেখ জামাল ডিসি (২০ পয়েন্ট) এবং ঢাকা মোহামেডান এসসি ১৩ ম্যাচে ২১ পয়েন্ট অর্জন করে এবং মোহামেডান এসসি তাদের আগের ১৯ কৃতিত্বের থেকে নেমে ১৪ পয়েন্ট এসে পঞ্চম স্লটে নেমেছে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং বর্তমান লিগ লিডার বসুন্ধরা কিংস এখন লিগ মুকুট থেকে বিঘত দূরত্বে ১৪ ম্যাচে ৪০ পয়েন্ট অর্জন করেছে। কারণ, তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী লিমিটেড ১৪টি ম্যাচ থেকে ৩০ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতা থেকে প্রায় বাইরে রয়েছে।
আরও পড়ুন: ফেডারেশন কাপ ফুটবল: রহমতগঞ্জ এমএফএসকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে শেখ রাসেল কেসি
শুক্রবারের আগের ম্যাচগুলোতে বসুন্ধরা কিংস মুক্তিযোদ্ধা সংসদ কেসিকে ৪-০ গোলে হারিয়েছে। ঢাকা আবাহনী ৪-১ গোলে বাংলাদেশ পুলিশ এফসিকে পরাজিত করেছে। এবং শেখ জামাল ডিসি চট্টগ্রাম আবাহনী লিমিটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে।
শনিবার বিকালে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে, রহমতগঞ্জ এমএফএস রেলিগেশন-বাউন্ড এবং তলানিতে থাকা আজমপুর এফসি, উত্তরাকে ৩-২ গোলে পরাজিত করে।
মালি স্ট্রাইকার ইউ ডায়ালো দুইবার (৩২তম এবং ৫৫তম মিনিট) গোল করেন এবং স্থানীয় সামিন (৭৩তম) পুরান ঢাকার দল রহমতগঞ্জ এমএফএসের হয়ে অন্য গোল করেন এবং আজমপুর এফসির হয়ে কলম্বিয়ান বুটার মাতুরানা হুরতাদো (২৪তম) এবং সাকিব বেপারী (৫৪তম) গোল করেন।
উত্তরার নবাগত আজমপুর ফুটবল ক্লাব ১৩টি ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে একাদশে (১১তম স্লটে) রয়েছে এবং চট্টগ্রাম আবাহনীও (দশম স্লট) ১৩টি ম্যাচে দশ পয়েন্ট নিয়ে ছিটকে পড়ার শঙ্কায় রয়েছে।
আরও পড়ুন: বিএসপিএ'র কাজী সালাহউদ্দিনের সাম্মানসূচক সদস্যপদ স্থগিত
১ বছর আগে
বিপিএল ফুটবল: ৪-১ গোলে ফোর্টিসকে হারিয়ে জয়ের পথে ফিরল বসুন্ধরা কিংস
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং পতনমুখী লীগ নেতা বসুন্ধরা কিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল ২০২২-২৩ এ জয়ের পথে ফিরেছে।
শনিবার বিকালে ফোর্টিস এফসিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে জয়ের পথে উঠে আসে দলটি।
আজ রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আজমপুর এফসি উত্তরার বিপক্ষে দ্বিতীয় পর্বের উদ্বোধনী ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে আধিপত্য বিস্তার করে কিংস।
৩৩তম এবং ৪৫+২ মিনিটে (২-০) ব্রাজিলিয়ান খেলোয়ার রবসন রবিনহো কিংসের হয়ে দুবার আঘাত করেছিলেন। ৬০ ও ৭৯ মিনিটে (৪-০) আরও দু’টি গোল করেন আরেক ব্রাজিলিয়ান খেলোয়ার ডরিয়েল্টন গোমেস।
আরও পড়ুন: বিপিএল ফুটবলের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে শুক্রবার
৯৩তম মিনিটে ফোর্টিসের হয়ে গাম্বিয়ান ফরোয়ার্ড গাইরা জুফ একটি গোল করে ব্যবধান কিছুটা কমিয়ে আনেন(৪-১)।
১২ ম্যাচে ৩৪ পয়েন্টের অপরাজিত রেকর্ড নিয়ে বসুন্ধরা টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে ফোর্টিস অনেকগুলো ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা মোহামেডান ও বাংলাদেশ পুলিশের মধ্যকার আজকের অপর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
১০ মিনিটে পুলিশকে এগিয়ে দেন কলম্বিয়ান ফরোয়ার্ড আরাঙ্গো (১-০)। ৫৬ মিনিটেমোহামেডানের হয়ে স্থানীয় মিডফিল্ডার ইমন (১-১) সমতা আনেন।
আরও পড়ুন: বিপিএল ফুটবল: মুক্তিযোদ্ধা এসকেসিকে ৬-১ গোলে হারিয়েছে মোহামেডান এসসি
১ বছর আগে
বিপিএল ফুটবল: মুক্তিযোদ্ধা এসকেসিকে ৬-১ গোলে হারিয়েছে মোহামেডান এসসি
মালি স্ট্রাইকার সোলেইমান ডায়াবেটের একটি দুর্দান্ত হ্যাটট্রিক বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফুটবল-২০২২-এর দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ কেসি'র বিরুদ্ধে ৬-১ গোলে বিশাল জয় পেয়েছে মোহামেডান এসসি।
শনিবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের ৮ম মিনিটে মুক্তিযোদ্ধাদের দল মুক্তিযোদ্ধাকে (১-০) এগিয়ে দেন আতিকুজ্জামান।
পরে, মালি স্ট্রাইকার সোলাইমানে ডায়াবেট ২২, ৩৫ এবং ৫৩ মিনিটে তিনটি গোল করে হ্যাটট্রিক করেন। উজবেক মিডফিল্ডার মুজাফফারভ, নাইজেরিয়ান বুটার সানডে এবং সাজ্জাদ হোসেন ঐতিহ্যবাহী কালো এবং সাদা দলের হয়ে ৪২তম, ৬৯তম এবং ৪৮ মিনিটে একটি করে গোল করেন(৬-১)।
শনিবার বিকালে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে পিছন থেকে আসা শেখ রাসেল কেসি বাংলাদেশ পুলিশ এফসিকে ৩-১ গোলে হারিয়েছে।
দিনের কৃতিত্বের সঙ্গে শেখ রাসেল কেসি এগারো ম্যাচে ১৭ পয়েন্ট অর্জন করে লিগ টেবিলের তৃতীয় স্লটে এগিয়ে যায় এবং পুলিশ এফসি এগারো ম্যাচে তাদের আগের ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্লটে নেমে যায়।
আরও পড়ুন: ফেডারেশন কাপ ফুটবল: প্রথম কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা এসকেসি
প্রথমার্ধে (১-০) আধিপত্য বিস্তার করে ৩৭তম মিনিটে পুলিশ এফসির হয়ে প্রথম গোল করেন আনবুইলা।
দ্বিতীয়ার্ধে ইব্রাহিম, সানডে ও নিহাত জামান যথাক্রমে ৫০, ৮২ ও ৮৬ মিনিটে শেখ রাসেল কেসির হয়ে একটি করে গোল করে ম্যাচটি ৩-১ গোলে জিতে নেয়।
এর আগে শুক্রবার দ্বিতীয় পর্বের উদ্বোধনী ম্যাচে লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস পেছনে থাকা আজমপুর এফসি, উত্তরার সঙ্গে ১-১ গোলে ড্র খেলে লিগে প্রথম পয়েন্ট হারিয়েছে। সাবেক চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড ফোর্টিস এফসি লিমিটেডকে ২-০ গোলে হারিয়েছে এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব রহমতগঞ্জ এমএফএসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে।
আরও পড়ুন: বিপিএল ফুটবলের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে শুক্রবার
১ বছর আগে