খাদে পড়ে
শরীয়তপুরে গাড়ি খাদে পড়ে বাবা-মেয়ে নিহত
শরীয়তপুরের জাজিরা এলাকায় সড়কের পাশে গাড়ি খাদে পড়ে বাবা ও মেয়ে নিহত হয়েছে।
শনিবার চট্টগ্রাম থেকে শরীয়তপুর আসার পথে মধ্যরাত ২টা ৩০ মিনিটের দিকে নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের জামতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের পরিচয়- অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রাশেদ (৪২) শরীয়তপুর জজ আদালতের এপিপি ও শরীয়তপুর আইনজীবী সমিতির সদস্য এবং মেয়ে মইশা (৩)। তারা শরীয়তপুর জেলার আঙ্গারিয়া ইউনিয়নের ভাসানচর এলাকার বাসিন্দা। রাশেদ নিজেই ব্যক্তিগত গাড়ি (কার) চালিয়ে আসছিলেন।
আহতরা হলেন- সদর উপজেলার আঙ্গরিয়া ইউনিয়নের ভাসানচর এলাকার বাসিন্দা আইনজীবীর স্ত্রী সোহানা আক্তার মিলি (২৬), মেয়ে মেরিন (৬) ও চালক কামরুল হাসান (৩০)।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। গাড়ি খাদে পরে এই দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, এতে দুইজন নিহত হয়। বাকিদের উদ্ধার করে হসাপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
জকিগঞ্জে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
১১৫৪ দিন আগে
সিলেটে মাইক্রোবাস খাদে পড়ে ২ জনের মৃত্যু
সিলেটের ওসমানীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। রবিবার ভোর ৫টায় সিলেট-ঢাকা মহাসড়কের ১৯ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটের মোল্লারগাঁও এলাকার বাসিন্দা মারজান আহমেদ (৩২) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার বাসিন্দা সৈয়দ লুৎফুর রহমান (৪৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব।
তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাইক্রোবাসে করে সিলেট ফিরছিলেন ব্যাংক কর্মকর্তা সৈয়দ লুৎফুর রহমান। পথিমধ্যে ওসমানীনগরের ১৯ মাইল নামক স্থানে আসলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক ও ব্যাংক কর্মকর্তা মারা যান।
তিনি আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড়ি ঝর্ণায় নেমে স্কুলছাত্রের মৃত্যু
শ্যামনগরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু, আটক ৫
ফুটবল খেলা চলাকালীন দর্শকদের চাপে ছাদ ধসে যুবকের মৃত্যু
১১৬৮ দিন আগে
পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ১৯
পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাস সোমবার পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে কমপক্ষে ১৯ ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
২১১৯ দিন আগে
হবিগঞ্জে বাস খাদে পড়ে নারীসহ নিহত ৩, আহত ২৫
হবিগঞ্জের বাহুবলে পাহাড়ি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে দুই নারী যাত্রী ও চালকের সহকারী নিহত হয়েছেন। সেই সাথে আহত হয়েছেন আরও ২৫ জন।
২১৬৪ দিন আগে