পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাস সোমবার পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে কমপক্ষে ১৯ ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
গিলগিত বালতিস্তান অঞ্চলের সরকারি মুখপাত্র ফাইজ উল্লাহ ফারুক জানান, দুর্ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়। হতাহতদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পাকিস্তানে মূলত নিরাপত্তা মানের অপ্রতুল প্রয়োগ এবং দুর্বল অবকাঠামোর কারণে বিশেষ করে পাহাড়ি পথে এ ধরনের দুর্ঘটনা এক স্বাভাবিক বিষয়।
ফারুক বলেন, বাসটি গিলগিত বালতিস্তান অঞ্চলের সেনানিবাসের নগরী রাওয়ালপিন্ডি থেকে স্কার্দু শহরে যাচ্ছিল। তিনি বিস্তারিত আর কিছু জানাননি।
মাউন্ড এভারেস্টের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উঁচু পর্বত কে-টু যাওয়ার পথ হচ্ছে স্কার্দু। প্রতি বছর বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটক হিমালয় পর্বতমালার এ চূড়া ভ্রমণ করে থাকেন। স্কার্দু পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় ২৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত।