দর্শনা সীমান্ত
চুয়াডাঙ্গায় ৯৬টি স্বর্ণের বার জব্দ, আটক ১
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ৯৬টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসময় একজনকে আটকের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে দর্শনা সীমান্ত এলাকার রুদ্রনগর গ্রাম থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
আটক নাজমুল ইসলাম (৩১) দর্শনার শ্যামপুর পাড়ার আসাদুল হকের ছেলে।
আরও পড়ুন: সাতক্ষীরায় ২০টি স্বর্ণের বার জব্দ, আটক ২: বিজিবি
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল হাকিম ফোর্স নিয়ে রুদ্রনগর গ্রামের পাকা রাস্তায় অবস্থান নেয়।
এ সময় দর্শনা থেকে কার্পাসডাঙ্গা হয়ে এক ব্যাক্তি মোটরসাইকেল নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিল। বিজিবি টহল দল মোটরসাইকেল চালককে দাড়ানোর জন্য সিগন্যাল দিলে তিনি থামেন।
এরপর পাচারকারী মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। পরে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৭টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো থেকে ৯৬টি স্বর্ণের বার পাওয়া যায়।
উদ্ধার হওয়া বারের ওজন ১৬ কেজি ১৪ গ্রাম। যার মূল্য প্রায় ১৬ কোটি টাকা।
এছাড়া, মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা করা হয়েছে।
তিনি আরও জানান, স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা ও দর্শনা থানায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: সাভারে ৩ স্বর্ণের দোকান থেকে ৮০ তোলা স্বর্ণ লুট
বেনাপোল সীমান্তে ১২টি স্বর্ণের বার জব্দ, আটক ৩
১ বছর আগে
দর্শনা সীমান্তে ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে আটটি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (১২ এপ্রিল) সকালে আটকের সময় তাদের কাছ থেকে আটটি স্বর্ণের বার জব্দ করা হয়।
আটক সুলতান আহমেদ (৪৪) চাঁদপুর জেলার চাঁদপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দুই কোটি টাকার স্বর্ণ জব্দ, ভ্যানচালক আটক
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বর্ণ পাচারের গোপন সংবাদে বিজিবির টহল দল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি এলাকায় অবস্থান নেয়। এ সময় একজনকে দেখে সন্দেহ হলে বিজিবির সদস্যরা তার গতিরোধ করেন। পরে তাকে আটক করে তল্লাশি করে ৯৭৯ দশমিক ৬২ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এর আনুমানিক বাজারমূল্য ৮১ লাখ ৪৬ হাজার ৬৮৭ টাকা।
সাইফুল ইসলাম আরও জানান, স্বর্ণের বারগুলো শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য নেওয়া হচ্ছিল। স্বর্ণ পরিবহন ও নিজ জিম্মায় রাখায় সুলতান আহমেদকে আটক করা হয়। তার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হবে। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে ৭০ লাখ টাকার স্বর্ণের বার জব্দ
ঢাকা বিমানবন্দরে এক কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার: এপিবিএন
১ বছর আগে