সদস্য সচিব
বিএনপির ঢাকা উত্তরের সদস্য সচিব আমিনুলসহ ৪ জন গ্রেপ্তার: রিজভী
ডিবি পুলিশ বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে রাজধানীর গুলশান এলাকা থেকে বিএনপির ঢাকা উত্তর শাখার সদস্য সচিব আমিনুল হকসহ চারজনকে তুলে নিয়ে গিয়েছে বলে দাবি করেছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ভোর পৌনে ৪টায় হোটেল আমারির পাশের একটি বাড়িতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুলসহ চারজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
রিজভী বলেন, ডিবি পুলিশ যুবদলের ঢাকা উত্তর শাখার সদস্য সচিব মিরাজ, আরেক যুবদল নেতা পল্লব ও আমিনুলের গাড়িচালককে ওই বাড়ি থেকে তুলে নিয়ে গেছে।
আরও পড়ুন: আব্বাস ও আলালের গ্রেপ্তারের নিন্দা রিজভীর
এই বিএনপি নেতা আরও বলেছেন, ‘শান্তিপূর্ণ’ অবরোধ চলাকালে যাত্রাবাড়ী থেকে শিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় দে রিপন এবং ঢাকা নগর শাখার বিএনপি নেতা শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পুরো দেশকে কারাগারে পরিণত করেছেন’।
রিজভী বলেন, ‘বিএনপি নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তারের ফলে দেশে একটি চরম অস্থিরতা ও ভীতির পরিবেশ বিরাজ করছে।’
আমিনুলসহ অন্যদের আটকের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান এবং বিএনপির গ্রেপ্তার সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন রিজভী।
আরও পড়ুন: বিএনপি নেতা মির্জা আব্বাস ও আলাল গ্রেপ্তার
ফখরুলের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হয়েছে
১ বছর আগে
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব গ্রেপ্তার
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব আইনজীবী মাহফুজ-উন-নবী ডনসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ অক্টোবর) রাত থেকে রবিবার (২৯ অক্টোবর) সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ডিজিএফআই কর্মকর্তা হত্যাকাণ্ডে জড়িত ২ আরসা কমান্ডার গ্রেপ্তার
এরমধ্যে- মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব আইনজীবী মাহফুজ-উন-নবী ডন ও রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী বাবুকে রবিবার সকাল ১০টার দিকে গ্রান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ের সামন থেকে গ্রেপ্তার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, রবিবার সকালে বিএনপির ২৫/৩০ জন নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ এবং নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ তাদের সরে যেতে বললে তারা মারমুখী হয়ে ওঠে এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।
তিনি আরও বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিএনপির রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এরপর দলীয় কার্যালয়ের ভেতরে তল্লাশি চালিয়ে সেখানে ইটপাটকেল জমা করা অবস্থায় দেখতে পাওয়া যায়। এ ছাড়া শনিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: কনস্টেবল আমিরুল হত্যা: যুবদল কর্মীসহ গ্রেপ্তার ২
বগুড়ায় জামায়াত ও ছাত্রশিবিরের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
১ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলামকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা শহরের টি এ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিমরাইলকান্দি এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের টি এ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২০১৬ সালের নাশকতায় মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়াও পূর্বে ১১টি মামলা রয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে তাকে কোটে পাঠানো হয়।
আরও পড়ুন: যশোরে বিএনপির ৬২ নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা
গাইবান্ধায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ-গুলি, নারীসহ আহত ২০
সিরাজগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার
১ বছর আগে
সাউথ বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবু সাঈদ খান, সদস্য সচিব নজরুল ইসলাম মিঠু
রবিবার (১৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে দুপুর ১ টায় দক্ষিণ বাংলার ২১ জেলার ঢাকায় কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে সাউথ বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঢাকা'র আহ্বায়ক কমিটি।
এদিকে কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান ও সদস্য সচিব জার্মান সংবাদ সংস্থা ডিপিএ এর বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম মিঠু।
আরও পড়ুন: জার্নালিস্ট ফোরাম ফর প্রমোটিং টুরিজম’ গঠন
সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য সাংবাদিকদের মানোন্নয়নসহ ওই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পায়নে উদ্বুদ্ধকরণ, প্রযুক্তিভিত্তিক বিনিয়োগে আগ্রহ সৃষ্টি, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করা।
৩০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্যান্যরা হলেন-যুগ্ম আহ্বায়ক পি আর বিশ্বাস (দ্যা এশিয়ান এজ) ও মুহাম্মদ আলম হোসেন খান (আমাদের বার্তা), যুগ্ম সদস্য সচিব শেখ মুহাম্মদ জামাল হোসাইন (মুখপাত্র), সদস্য দীপ আজাদ (নাগরিক টিভি), রাকিব হাসনাত সুমন (বিবিসি), মোহসিন হাবিব (ইত্তেফাক), বোরহানুল হক সম্রাট (দেশ টিভি), সিদ্দিকুর রহমান (আলোর ঠিকানা), এম এ কুদ্দুস (সংবাদ), মোজাম্মেল হক চঞ্চল (যুগান্তর), আহমেদ পিপুল (এনটিভি), শরীফ উদ্দিন লিমন (আরটিভি), বানী ইয়াসমিন হাসি (বিবার্তা২৪), মামুন ফরাজী (যুগান্তর), ওয়াকিল আহমেদ হিরণ (সমকাল), আশীষ কুমার দে (সংবাদ সারাবেলা), মুজিবুর রহমান জিতু (বাসস), পান্থ রহমান (চ্যানেল আই), সিদ্দিকুর রহমান খান (আমাদের বার্তা), মো. রেজাউল করিম (ইত্তেফাক), হেমায়েত হোসাইন (দ্যা কান্ট্রি টুডে), কাজী সোহাগ (মানবজমিন), দেব দুলাল মিত্র (ভোরের কাগজ), রাজু হামিদ (নাগরিক টিভি), শাহিদুল হাসান খোকন (ইন্ডিয়া টুডে), পলাশ মাহমুদ (কালবেলা), এস কে রেজা পারভেজ (রাইজিংবিডি) ও নাদিয়া শারমিন (একাত্তর টিভি)।
আরও পড়ুন: চার সাংবাদিক পেলেন অ্যাকশন এইড ইয়াং জার্নালিস্ট মিডিয়া অ্যাওয়ার্ড
সাভারে ভ্রমণের জায়গাগুলোতে উপচে পড়া ভিড়
১ বছর আগে