নওগাঁ প্রেসক্লাবের ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রেসক্লাবের সভাপতি মো. আবু বকর সিদ্দিকের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে ডেইলি ইন্ডাস্ট্রির নাছিমুল হক বুলবুলকে আহ্বায়ক করা হয়েছে। একইসঙ্গে ইউএনবির আসাদুর রহমান জয়কে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া মাই টিভি ও ভোরের কাগজের মো. আবু বকর সিদ্দিক ও ডিবিসি নিউজের এ কে সাজুকে সদস্য করা হয়েছে।
আবু বকর সিদ্দিক জানান, প্রেসক্লাবে অনিয়মসহ বিতর্কিত কার্যক্রমের কারণে সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়। পেশাদার কিছু সাংবাদিকরা প্রেসক্লাবের বাইরে থেকে দায়িত্ব পালন করছেন। এ নিয়ে প্রশাসনসহ সব মহল অসন্তোষ প্রকাশ করায় সার্বিক বিষয়ে বিবেচনা করে নওগাঁ প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, আজ (বুধবার) থেকে আহ্বায়ক কমিটি প্রেসক্লাবের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া নতুন আহ্বায়ক কমিটিকে সহযোগিতা করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।