নেত্রকোণা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নেত্রকোণা-মোহনগঞ্জ রেলপথের সতরশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ হবে বলে জানায় পুলিশ।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত
এসআই মোবারক বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা যান। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘ওই ব্যক্তি সম্ভবত মানসিক ভারসাম্যহীন ছিলেন। কয়েকদিন ধরে স্থানীয় বাজারে তাকে ঘোরাফেরা করতে দেখেছেন এলাকাবাসী। তবে কেউই তাকে চেনেন না।’