সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে রিতু খাতুন নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৭ মার্চ) পৌরসভার চরঘাটিনা রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
মিতু উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও উপজেলার কালিগঞ্জ গ্রামের মৃত জালাল উদ্দিনের মেয়ে ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, মেয়েটির বাবা মা কেউ বেঁচে নেই। তার ফুফুর কাছে থেকে সে পড়ালেখা করত।
আরও পড়ুন: সুইসাইড নোট লিখে স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন বলেন, সোমবার সকাল ৯টার দিকে রিতু রেললাইনের ওপর শুয়েছিল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
তিনি বলেন, ‘এ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এটি আত্মহত্যা কিনা তা জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’