বিএল কলেজ
খুলনার বিএল কলেজের পুকুর থেকে ছাত্রের লাশ উদ্ধার
খুলনা নগরীর দৌলতপুরের সরকারি বিএল কলেজের পুকুর থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওই ছাত্র নাইমুল হোসেন তন্ময় দৌলতপুর দিবা-নৈশ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং খালিশপুর নয়াবাটি এলাকার আমির হোসেনের ছেলে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে নারীসহ দুইজনের লাশ উদ্ধার
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল বলেন, মঙ্গলবার সকালে লাশটি উদ্ধারের পর সিআইডি’র ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে দুপুরে আমরা তার পরিচয় নিশ্চিত হয়েছি। পরবর্তীতে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করি।
তিনি আরও বলেন, নিহত ওই যুবক খুলনা দৌলতপুর দিবা নৈশ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি গানবাজনা করতেন। পরিবারের মাধ্যমে আমারা আরও জানতে পেরেছি ওই যুবক নেশাগ্রস্ত ছিলেন।
তবে তার মৃত্যু কিভাবে হয়েছে ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না।
এ ব্যাপারে দৌলতপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবু জাফর বলেন, তন্ময় ঈদের আগের দিন দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে বের হন, আর ফিরে আসেনি।
তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে সব পরিস্কার হবে।
আরও পড়ুন: সখিপুরে কিশোরের অর্ধঝুলন্ত লাশ উদ্ধার
গণমাধ্যমকে ব্যবহার করে দেশে অপপ্রচার চালানো হচ্ছে: তথ্যমন্ত্রী
১ বছর আগে
বিএল কলেজের পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
খুলনা বিএল কলেজের পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল বলেন, সকাল ১০টার দিকে কলেজ কর্তৃপক্ষ লাশটি দেখে থানায় ফোন দিলে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়।
তিনি আরও বলেন, যুবকটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরণে খাকি রঙের একটি হাফপ্যান্ট ছিল। তার পরিচয় নিশ্চিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে নারীর খণ্ডিত লাশ উদ্ধার
তিনি আরও বলেন, লাশের পরিচয় শনাক্তে সিআইডি টিমকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তার পরিচয় নিশ্চিত করবেন। গোসল করতে নেমে তার মৃত্যু হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।
এদিকে খুলনা বিএল কলেজ অধ্যক্ষ শরীফ আতিকুজ্জামান বলেন যে সংবাদ শুনে ঘটনাস্থলে আসেন তিনি। মৃত যুবক তার কলেজের কেউ নন। তাছাড়া তার পরিচয় নিশ্চিতে পুলিশ সিআইডিসহ একাধিক কর্মকর্তা কলেজে অবস্থান করছেন। কলেজের আশপাশের কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি।
তিনি আরও বলেন, যেহেতু মৃত যুবক হাফপ্যান্ট পরা ছিল। তিনি হয়ত গোসল করতেই পুকুরে নেমেছিল। পুকুরে নেমেই শারীরিক সমস্যার কারণেই হয়তো তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন: ট্রলার থেকে ১০ জেলের লাশ উদ্ধার: পুলিশ বলছে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড
১ বছর আগে