খুলনা বিএল কলেজের পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল বলেন, সকাল ১০টার দিকে কলেজ কর্তৃপক্ষ লাশটি দেখে থানায় ফোন দিলে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়।
তিনি আরও বলেন, যুবকটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরণে খাকি রঙের একটি হাফপ্যান্ট ছিল। তার পরিচয় নিশ্চিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে নারীর খণ্ডিত লাশ উদ্ধার
তিনি আরও বলেন, লাশের পরিচয় শনাক্তে সিআইডি টিমকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তার পরিচয় নিশ্চিত করবেন। গোসল করতে নেমে তার মৃত্যু হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।
এদিকে খুলনা বিএল কলেজ অধ্যক্ষ শরীফ আতিকুজ্জামান বলেন যে সংবাদ শুনে ঘটনাস্থলে আসেন তিনি। মৃত যুবক তার কলেজের কেউ নন। তাছাড়া তার পরিচয় নিশ্চিতে পুলিশ সিআইডিসহ একাধিক কর্মকর্তা কলেজে অবস্থান করছেন। কলেজের আশপাশের কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি।
তিনি আরও বলেন, যেহেতু মৃত যুবক হাফপ্যান্ট পরা ছিল। তিনি হয়ত গোসল করতেই পুকুরে নেমেছিল। পুকুরে নেমেই শারীরিক সমস্যার কারণেই হয়তো তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন: ট্রলার থেকে ১০ জেলের লাশ উদ্ধার: পুলিশ বলছে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড