১২টি স্বর্ণের বার
বেনাপোল সীমান্তে ১২টি স্বর্ণের বার জব্দ, আটক ৩
যশোরের বেনাপোল থেকে এক কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এসময় তিনজনকে আটকের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।
রবিবার (১২ নভেম্বর) ভোরে বেনাপোলের পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় নদী থেকে ৬৮টি স্বর্ণের বার জব্দ, পাচারকারীর লাশ উদ্ধার
আটকেরা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আনার উদ্দীনের ছেলে মো. আজমীর, আলী কদমের ছেলে মো. জালাল উদ্দিন এবং রুহুল আমীনের ছেলে মো. নুরুজ্জামান।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে দৌলতপুর সীমান্তের কৃষ্ণপুর এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে। আটকদের দেহ তল্লাশি করে ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের ওজন ১ কেজি ৩৯৯ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা।
তিনি আরও জানান, আটক তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া স্বর্ণের চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে।
আরও পড়ুন: সাতক্ষীরায় ২০টি স্বর্ণের বার জব্দ, আটক ২: বিজিবি
চুয়াডাঙ্গায় ৬ স্বর্ণের বার জব্দ, যুবক আটক
১১ মাস আগে
শার্শা সীমান্ত থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার: বিজিবি
যশোরের শার্শা সীমান্ত থেকে এক কেজি ৪০২ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (৫ মে) রাতে উপজেলার গোগা গ্রামের ইছামতি নদীর পাড় থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করে ২১ ব্যাটেলিয়নের সদস্যরা।
আরও পড়ুন: দর্শনা সীমান্তে ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদে বিজিবি নজরদারি বাড়ায়। একপর্যায়ে সীমান্তের গোগা গ্রামের ইছামতি নদীর পাড়ে ১৭/৭ এস এর ৪৪ আর পিলারের নিকট সন্দেহজনকভাবে একজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায়।
তিনি জানান, এ সময় ওই ব্যক্তিকে ডাক দিলে কালো কাপড় মোড়ানো একটি পোটলা ফেলে পালিয়ে ভারতের দিকে চলে যায়। পরে পোটলাটি তল্লাশি করে তার মধ্য থেকে এক কেজি ৪০২ গ্রাম ওজনের ১২ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।
তিনি আরও জানান, উদ্ধার স্বর্ণের বারগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা করা হবে।
আরও পড়ুন: ঝিনাইদহ সীমান্তে ২০টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ২: বিজিবি
নওগাঁয় ৫০ লাখ টাকা মূল্যের ৬টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
১ বছর আগে