যশোরের বেনাপোল থেকে এক কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এসময় তিনজনকে আটকের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।
রবিবার (১২ নভেম্বর) ভোরে বেনাপোলের পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় নদী থেকে ৬৮টি স্বর্ণের বার জব্দ, পাচারকারীর লাশ উদ্ধার
আটকেরা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আনার উদ্দীনের ছেলে মো. আজমীর, আলী কদমের ছেলে মো. জালাল উদ্দিন এবং রুহুল আমীনের ছেলে মো. নুরুজ্জামান।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে দৌলতপুর সীমান্তের কৃষ্ণপুর এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে। আটকদের দেহ তল্লাশি করে ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের ওজন ১ কেজি ৩৯৯ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা।
তিনি আরও জানান, আটক তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া স্বর্ণের চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে।