সিএসই
নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সিএসই ফেস্ট আয়োজন
নটরডেম ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ ১২ দিনব্যাপী ‘এনডিইউবি সিএসই ফেস্ট’ শেষ হয়েছে।
নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ঢাকা ব্যাংক লিমিটেডের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে বিশেষ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন: কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল আগ্রহী গল্পকারদের আমন্ত্রণ জানিয়েছে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের পরিচালক অধ্যাপক ড. বি এম মঈনুল হোসেন।
সম্মানিত অতিথি ছিলেন- ঢাকা ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর।
আয়োজকরা বলেন, বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এই আয়োজনকে অর্থবহ করে তুলেছে।
অনুষ্ঠানের শেষ দিনে বক্তা ছিলেন ড. নোভা আহমেদ।
বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করতে নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশের এমন আয়োজন প্রশংসনীয়।
বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিং প্রতিযোগিতা, স্টেম অলিম্পিয়াড, ভিডিওগ্রাফিক প্রতিযোগিতা, প্রজেক্ট শো এবং আইডিয়াথন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
আরও পড়ুন: ইউল্যাবে ‘ইয়ুথ ওয়েলনেস ফেস্টিভ্যাল’ আয়োজন করবে ঢাকা ফ্লো
দেশের সবচেয়ে বড় এডুকেশন এক্সপো সোমবার
১ বছর আগে
রুয়েটে শিক্ষার্থীর লাশ উদ্ধার
রাজশাহী নগরীর সাধুর মোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে শনিবার রাতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সামিউর রহমান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী। তার পরিচয় নিশ্চিত করেছেন রুয়েট ছাত্রকল্যাণ কার্যালয়ের পরিচালক মো. রবিউল আউয়াল।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, ওই শিক্ষার্থী কয়েকদিন আগে বাড়ি থেকে আসে।
আরও পড়ুন: নাটোরে নিখোঁজের ৬ মাস পর মাটিচাপা ব্যাংক কর্মচারীর লাশ উদ্ধার
তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে লাশের ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।’
এর আগে গত বুধবার দুপুরে একই বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষ ও ১৮তম ব্যাচের শিক্ষার্থী তানভীর ফাহাদ রুমির ঝুলন্ত লাশ শহীদ লেফটেন্যান্ট সেলিম হলে তার নিজ কক্ষে পাওয়া যায়।
আরও পড়ুন: রাজশাহীতে বিসিএস পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
১ বছর আগে