আন্তরিকতা
দেশের ভাবমূর্তি আরও উন্নত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করুন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভাবমূর্তি আরও উন্নত করতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘দেশের ভাবমূর্তি আরও উন্নত করতে অত্যন্ত আন্তরিকতা, পেশাদারিত্ব, সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করুন।’
বুধবার (২৭ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শনকালে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি শহিদ মিনার ও বঙ্গবন্ধু কর্ণারসহ দূতাবাসের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
প্রধানমন্ত্রী বুধবার বিকালে দূতাবাসে পৌঁছালে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান।
আরও পড়ুন: ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী প্রথমে দূতাবাসের বঙ্গবন্ধু কর্ণারে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে তিনি সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
তিনি ১৯৯৭ সালে এই চ্যান্সারি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ২০০০ সালে নবনির্মিত ভবনের উদ্বোধন করেছিলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন: আ. লীগ ক্ষমতায় না থাকলে দেশ আবার অন্ধকারে নিমজ্জিত হবে: প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি
বাইরের কেউ যেন বাংলাদেশের নির্বাচনে বাধা না দেয়: নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সতর্কবার্তা
১ বছর আগে
আস্থা ও নির্ভরতায় শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের প্রথম বছরপূর্তি
রোগীর সেবায় আন্তরিকতা ও দায়বদ্ধতার প্রত্যয় নিয়ে ১৮ জুন ২০২৩ রাজধানীর উত্তরায় অবস্থিত শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের প্রথম বছরপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়।
রোগীদের দীর্ঘায়ু কামনা করে পবিত্র কোরআন তেলওয়াত, দোয়া আয়োজনের মধ্যে দিয়ে শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের প্রথম বছরপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
আরও পড়ুন: ডুয়াউক’র বর্ণিল আয়োজনে উদযাপিত ঢাবি’র শত বছর পূর্তি
এ সময় উপস্থিত ছিলেন- শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের ডেপুটি চেয়ারম্যান ও সিএফও হিদেও কোজিমা এবং মেডিকেল উপদেষ্টা, কার্ডিওলজি বিভাগের প্রধান এবং চিফ কনসালটেন্ট প্রফেসর ডা. সৈয়দ আলী আহসান, শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের পরিচালক ফুতোশি কোনো, পরিচালক জনাব হিরোশি কুমাজাকি, জাপানিজ কার্ডিয়াক সার্জন ডা. কাজুইউকি ইশিবাশি, সার্জারি ডিপার্টমেন্টের চিফ কনসালটেন্ট ও করডিনেটর প্রফেসর ডা. ফিরোজ কাদেরসহ অন্যান্য চিকিৎসক, নার্স ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
এদের উপস্থিতিতে কেক কাটা হয় ও হাসপাতালের বিভিন্ন বিভাগে রোগীর সেবায় অবদানের জন্য এবং কর্মীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।
অনুষ্ঠানে শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের ডেপুটি চেয়ারম্যান ও সিএফও হিদেও কোজিমা বলেন, শীপ ইন্টারন্যাশনাল হাসপাতাল এক বছর অতিক্রম করেছে।
তিনি বলেন, আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্য নিয়ে শীপ ইন্টারন্যাশনাল হাসপাতাল যাত্রা শুরু করেছিলো, আমরা সেখানে সফলতা পেয়েছি।
আরও পড়ুন: বসুন্ধরার স্পন্সরশিপের কারণে ফেডারেশনের ৫০ বছর পূর্তি বয়কট করল ৩ ফিল্ম সোসাইটি
এছাড়া চিকিৎসার প্রয়োজনে রোগীরা আমাদের ওপর আস্থা রেখেছে।
তিনি তার বক্তব্যে বলেন, জাপানি মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে প্রাইভেট হেলথ সেক্টরে আমরা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমাদের চিকিৎসক ও নার্সদের দলগত ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে রোগীকে সেবা প্রদান সত্যিই প্রশংসার দাবীদার।
এছাড়া ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের মেডিকেল উপদেষ্টা, কার্ডিওলজি বিভাগের প্রধান এবং চিফ কনসালটেন্ট প্রফেসর ডা. সৈয়দ আলী আহসান বলেন, আমাদের উৎকর্ষ মানসম্পন্ন জরুরি সেবার জন্যে ইতিমধ্যে আমরা পরিচিতি লাভ করেছি।
তিনি বলেন, আমরা আন্তর্জাতিক মানের হার্ট সেন্টার চালু করেছি। আমাদের ডায়ালাইসিস সেন্টার, মা ও শিশু বিভাগ সহ অন্যান্য সব ডিপার্টমেন্টকে আধুনিক যন্ত্রপাতি সম্বলিত দৃঢ় পরিষেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলেছি, যা ভবিষ্যতে আমরা আরও আধুনিক ও সম্প্রসারিত করবো ইনশাআল্লাহ।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্য পরিচালকগণ, চিকিৎসকগণ ও ডিপার্টমেন্ট প্রধানগণ বক্তব্য রাখেন। এ সময়ে হাসপাতালের চেয়ারম্যান জনাব হিরোইউকি কোবায়াশি এর শুভেচ্ছা বার্তাও পাঠ করে শোনানো হয়।
অনুষ্ঠান শেষে রোগী ও তাদের পরিজন এবং বিভিন্ন কর্পোরেট মেম্বারগণ ফ্রি স্বাস্থ্যসেবা গ্রহণসহ এবং জাপানিজ ফুড ফেস্টিভ্যাল, ম্যাজিক শো, গেম শো এর মত নানা আয়োজনে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: ঐতিহাসিক শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি: বিশিষ্ট নাগরিকরা বলছেন প্রত্যাশা অপূর্ণ রয়ে গেছে
১ বছর আগে