পালানো
ভারতে পালানোর সময় গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আটক
ভারতে পালানোর সময় যশোর সীমান্ত থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে যশোরের শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
আসাদুর গাজীপুর ৪৩ নম্বর ওয়ার্ডের পাগান গ্রামের বাসিন্দা এবং সদর থানায় দুটি হত্যাসহ ৫ মামলার এজাহারভুক্ত আসামি।
আরও পড়ুন: ইবিতে র্যাগিংয়ের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, মঙ্গলবার সকালে যশোরের শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার সময় কিরণকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নূর নবীর মাধ্যমে এক লাখ টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়ে এ সীমান্তে আসেন।
আসাদুরকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরে সেখান থেকে তাকে গাজীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: সিলেটে ছাত্রলীগের ৩ নেতা-কর্মী আটক
১ দিন আগে
খুলনার আদালত থেকে পালানো আসামি ৪ ঘণ্টা পর বাগেরহাটে গ্রেপ্তার
খুলনার আদালত চত্বর থেকে পালানোর চার ঘণ্টারর মাথায় গ্রেপ্তার হয়েছেন চুরির মামলার আসামি হৃদয় সরদার।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে বাসে করে বাগেরহাট পালানোর সময় কাটাখালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কোর্ট পুলিশের এসআই কৃপাসিন্দুসহ ৪ এএসআই ও ২ কনেস্টবলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে বেলা ১২টার দিকে খুলনা মহানগর হাকিম আদালত চত্বর থেকে দৌড়ে পালিয়ে যায় হৃদয় সরদার।
আরও পড়ুন: গণঅভ্যুত্থানে হত্যা, ৪ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের একটি চুরির মামলায় হৃদয় সরদারকে গত ১০ জুলাই পাবলা দত্ত বাড়ি থেকে গ্রেপ্তার করে দৌলতপুর থানা পুলিশ জেল হাজতে পাঠায়। বৃহস্পতিবার কারাগার থেকে মামলার হাজিরা দিতে তাকে খুলনা মেট্রোপলিটন আদালত চত্বরে নেওয়ার পথে ১২টার দিকে সে দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশকে সর্তক করে নিরাপত্তা জোরদার ও চেকপোস্ট বসানো হয়। বাগেরহাটের দিকে বাসে পালানোর সময় বিকালের দিকে হৃদয়কে কাটাখালি চেকপোস্টে ফকিরহাট থানা পুলিশ আটক করে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার প্রসিকিউশন মনিরা সুলতানা বলেন, ২০২৩ সালের একটি চুরির মামলায় হৃদয় নামে এক আসামি জেল হাজতে ছিল। বৃহস্পতিবার সকাল ১২টায় আদালতে নিয়ে আসার সময় দৌড়ে পালিয়ে যায়। পুলিশের বিশেষ নিরাপত্তা চৌকির মাধ্যমে কাটাখালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ৭ পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সুত্রাপুরে তাঁতী লীগ নেতা গ্রেপ্তার
১ মাস আগে
কসবা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক স্পিকারের যুগ্ম সচিব আটক
ব্রাহ্মণবাড়িয়ায় কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে আটক করেছে বিজিবি।
শনিবার বায়েক ইউনিয়নের পুটিয়ার আন্তর্জাতিক সীমারেখা সীমান্ত পিলার ২০৫০/৮-এস হতে ৫০ গজ অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ২ নারী আটক
কিবরিয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকরা গ্রামের মৃত মফিজ উদ্দিন আহাম্মদ মজুমদারের ছেলে।
তিনি জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার শিরিন শারমিনের যুগ্ম সচিব ছিলেন তিনি।
বিজিবি সূত্রে জানা গেছে, যুগ্ম সচিব কিবরিয়া মজুমদার ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের জন্য সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এ সময় সালদানদী বিওপির টহল দল তাকে আটক করেন। তিনি বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছে। তাকে কসবা থানা পুলিশে সোপর্দ করা হবে।
বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এ. এম জাবের বিন জব্বার বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময়ে কিবরিয়াকে নামের এক যুগ্ম সচিবকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করার দায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কসবা থানায় পাঠানোর ব্যবস্থা চলছে।
আরও পড়ুন: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় ৩ বাংলাদেশি আটক
১ মাস আগে
ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ আটক
ঝিনাইদহ থেকে সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ ও এক নারীসহ ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অবৈধভাবে ভারতে পালানোর সময় রবিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মহেশপুরের শ্রীনাথপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।
আরও পড়ুন: শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আটক ৪
এদিন রাত সাড়ে ১০টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. আজিজুস শহীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সাবেক ভূমিমন্ত্রীকে আটক করা হয়েছে। নারায়ণ চন্দ্র চন্দকে সোমবার (৭ অক্টোবর) সকালে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৫
দিনাজপুরে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় আটক দুই
১ মাস আগে
ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ গ্রেপ্তার ৫
ঝিনাইদহ হয়ে ভারতে পালানোর চেষ্টাকালে সুপ্রিম কোর্টের সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মেহেদী হাসান চৌধুরীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ জেলা পুলিশ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করে। পরে মঙ্গলবার রাত ৯টার দিকে পুলিশ তাদের সম্পর্কে সব কিছু যাচাই বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: ক্যাম্প থেকে পালানোর সময় ১৩৬ রোহিঙ্গা আটক
গ্রেপ্তার হওয়া বাকি চারজন হলেন- গাজীপুর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নাল, জয়দেবপুরের মুদি দোকানদার সানোয়ার, মানিকগঞ্জ জেলা যুব লীগের সদস্য সৌমিত্র সরকার, মাদকদ্রব্য নিরাময় কেন্দ্রের প্রষ্ঠিাতা ও ঠিকাদার সৌমিত্র সরকার ওরফে মনা। গাড়িচালক ধামরাইয়ের রুবলে দেওয়ানকে আটক করা হয়েছে।
জানা যায়, ভারতে যাওয়ার জন্য তার সীমান্তের ‘ধুড়’ পাচার চক্রের সদস্য আকরাম হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। সেখানে আকরামের সঙ্গে তাদের ভারতে পৌঁছে দেওয়ার চুক্তি হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, ঝিনাইদহ পুলিশের পক্ষ থেকে শহরের প্রধান বাসস্ট্যান্ডে তল্লাশি শুরু করা হয়। এ সময় পুলিশ সদস্যরা একটি গাড়িকে আটক করেন। সেই গাড়ি থেকে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারদের মধ্যে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের নামে আদাবর থানায় একটি হত্যা মামলাসহ দুইটি মামলা রয়েছে। তাদের মধ্যে গাড়িচালক বাদে চারজনকে ঝিনাইদহ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
আরও পড়ুন: দেশ ছেড়ে পালানোর সময় আটক চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা
২ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে হাতকড়া নিয়ে পালানোর ৩২ দিন পর আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়ার ৩২ দিন পর ওই আসামিকে ফের গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
সোমবার ভোর ৫টার দিকে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার দুর্গম চর বাড়ীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় গ্রেপ্তারদের কাছ থেকে ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ৮০০ গ্রাম হেরোইন ও ১টি হ্যান্ডকাপ জব্দ করার কথা জানায় র্যাব।
আরও পড়ুন: চাঁদপুরে যুবলীগকর্মীর মৃত্যু: গ্রেপ্তার ৫
গ্রেপ্তার মাসুম ওরফে মাসুদ রানা (২৫) চাঁপাইনবাবগঞ্জের কোদালকাটি জেলেপাড়া গ্রামের নাজিবুল ইসলামের ছেলে এবং তার সহযোগী ইলিয়াস (২৪) রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বাড়ীনগর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।
সোমবার (২৫ জুন) দুপুরে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল নিয়ে সোমবার (২৬জুন) ভোর ৫টার দিকে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার দুর্গম চর বাড়ীনগর এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানা ও তার সহযোগী ইলিয়াসকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী আহত, গ্রেপ্তার ৩
তিনি আরও জানান, গত ২৪ মে রাতে মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মাসুদ রানাকে বিজিবির সহায়তায় গ্রেপ্তার করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ। পরে মাসুদ রানাকে সঙ্গে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের কোদালকাটি এলাকায় অভিযানে যায় পুলিশের একটি বিশেষ দল। অভিযানে ১ কেজি ৮২ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
১ বছর আগে