চাঁপাইনবাবগঞ্জে হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়ার ৩২ দিন পর ওই আসামিকে ফের গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
সোমবার ভোর ৫টার দিকে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার দুর্গম চর বাড়ীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় গ্রেপ্তারদের কাছ থেকে ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ৮০০ গ্রাম হেরোইন ও ১টি হ্যান্ডকাপ জব্দ করার কথা জানায় র্যাব।
আরও পড়ুন: চাঁদপুরে যুবলীগকর্মীর মৃত্যু: গ্রেপ্তার ৫
গ্রেপ্তার মাসুম ওরফে মাসুদ রানা (২৫) চাঁপাইনবাবগঞ্জের কোদালকাটি জেলেপাড়া গ্রামের নাজিবুল ইসলামের ছেলে এবং তার সহযোগী ইলিয়াস (২৪) রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বাড়ীনগর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।
সোমবার (২৫ জুন) দুপুরে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল নিয়ে সোমবার (২৬জুন) ভোর ৫টার দিকে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার দুর্গম চর বাড়ীনগর এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানা ও তার সহযোগী ইলিয়াসকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী আহত, গ্রেপ্তার ৩
তিনি আরও জানান, গত ২৪ মে রাতে মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মাসুদ রানাকে বিজিবির সহায়তায় গ্রেপ্তার করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ। পরে মাসুদ রানাকে সঙ্গে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের কোদালকাটি এলাকায় অভিযানে যায় পুলিশের একটি বিশেষ দল। অভিযানে ১ কেজি ৮২ গ্রাম হেরোইন জব্দ করা হয়।