গ্রেপ্তার ৯
সিলেটে ১৪৫৮ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৯
সিলেট নগরী থেকে ১ হাজার ৪৫৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা পুলিশ।
এসময় ৫টি ট্রাক জব্দসহ ৯ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ১৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২
শুক্রবার সন্ধার দিকে শাহপরাণ থানাধীন মুরাদপুর সুরমা গেইট এলাকায় অভিযান পরিচালনা করে এসব চিনি জব্দ করা হয়।
যার বাজার মূল্য প্রায় ৮৭ লাখ ৪৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটকরা হলেন, মো. ওবাইদুর রহমান, মো. শাওন আলী, মো. রফিকুল ইসলাম, মো. জুয়েল, মো. নরুল ইসলাম, মো. সাগর হোসেন, মো. সুজন আলী, মো. মামরোজ আলী ও মো. মারুফ আলী ।
পুলিশ সূত্রে জানা যায়, শ্রীরামপুর বাইপাস সড়কের একটি সেতুতে অভিযান পরিচালনা করে ১ হাজার ৪৫৮ বস্তা চিনি, চোরাই কাজে ব্যবহার করা ৫টি ট্রাক ও ৯ যুবকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়েরের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ১৫৩ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
শেরপুরে ১২৯২ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
৬ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ৯
চাঁপাইনবাবগঞ্জে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার রাতে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসি পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: সিলেটে ২০০০ ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
গ্রেপ্তার ৯ জন হলেন- আব্দুল করিম, হাবিবুর রহমান, আব্দুল হান্নান, কামরুজ্জামান, সোহেল রানা, রাজু, দুলাল, রবিউল ও শাহিদ। তাদের সবার বাড়ি গোমস্তাপুর ও নাচোল উপজেলার বিভিন্ন এলাকায়।
শুক্রবার সকালে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী কেডিসি পাড়ায় নিয়মিত বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল এবং এলাকাটি মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছিল।
স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে র্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রয় ও সেবনের অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জের প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
ঢাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে মূলহোতাসহ ৩৫ জন গ্রেপ্তার
৯ মাস আগে
ঢাকায় জাল টাকা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৯
রাজধানীর লালবাগ এলাকায় একটি জাল টাকা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। এসময় সেখান থেকে বিপুল পরিমাণ সরঞ্জামসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (২৫ জুন) রাতে লালবাগ থানার কাশ্মীরি লেন এলাকার একটি ছয়তলা ভবনের তৃতীয় ও ষষ্ঠ তলায় জাল টাকা তৈরির ওই কারখানার সন্ধান মেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাবুল, ইব্রাহিম, আফাজুল, রাসেল, হাবিবুল্লাহ, দুলাল হোসেন, মিনারা খাতুন ও সাইফুল ইসলাম।
আরও পড়ুন: ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী আহত, গ্রেপ্তার ৩
ডিবির লালবাগ বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঈদুল আযহাকে কেন্দ্র করে জাল টাকা কেনা-বেচার জন্য একটা সংঘবদ্ধ চক্র সক্রিয় হয়েছে এ খবরের ভিত্তিতে সহকারী জেলা প্রশাসক কামালের নেতৃত্বে একটি দল লালবাগ এলাকায় অভিযান চালায়। এসময় কাশ্মীরি লেনের স্বপ্ন শপিং মার্কেটের পাশের গলি থেকে চারজনকে আটক করে তাদের শরীর তল্লাশি করে প্রায় ২৫ লাখ জাল টাকা জব্দ করা হয়। পরবর্তীতে তাদের দেখানো মতে বাড়িটির তৃতীয় ও ষষ্ঠ তলায় অভিযান চালিয়ে এই জাল টাকা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাবুল, মিনারা ও সাইফুল একই অপরাধে বেশ কয়েকবার বিভিন্ন মেয়াদে হাজত বাস করেছে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। এছাড়া চক্রের বাকিদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে হাতকড়া নিয়ে পালানোর ৩২ দিন পর আসামি গ্রেপ্তার
রাজধানীতে পলাতক হিযবুত তাহরীর নেতা গ্রেপ্তার: র্যাব
১ বছর আগে