রাজধানীর লালবাগ এলাকায় একটি জাল টাকা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। এসময় সেখান থেকে বিপুল পরিমাণ সরঞ্জামসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (২৫ জুন) রাতে লালবাগ থানার কাশ্মীরি লেন এলাকার একটি ছয়তলা ভবনের তৃতীয় ও ষষ্ঠ তলায় জাল টাকা তৈরির ওই কারখানার সন্ধান মেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাবুল, ইব্রাহিম, আফাজুল, রাসেল, হাবিবুল্লাহ, দুলাল হোসেন, মিনারা খাতুন ও সাইফুল ইসলাম।
আরও পড়ুন: ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী আহত, গ্রেপ্তার ৩
ডিবির লালবাগ বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঈদুল আযহাকে কেন্দ্র করে জাল টাকা কেনা-বেচার জন্য একটা সংঘবদ্ধ চক্র সক্রিয় হয়েছে এ খবরের ভিত্তিতে সহকারী জেলা প্রশাসক কামালের নেতৃত্বে একটি দল লালবাগ এলাকায় অভিযান চালায়। এসময় কাশ্মীরি লেনের স্বপ্ন শপিং মার্কেটের পাশের গলি থেকে চারজনকে আটক করে তাদের শরীর তল্লাশি করে প্রায় ২৫ লাখ জাল টাকা জব্দ করা হয়। পরবর্তীতে তাদের দেখানো মতে বাড়িটির তৃতীয় ও ষষ্ঠ তলায় অভিযান চালিয়ে এই জাল টাকা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাবুল, মিনারা ও সাইফুল একই অপরাধে বেশ কয়েকবার বিভিন্ন মেয়াদে হাজত বাস করেছে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। এছাড়া চক্রের বাকিদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে হাতকড়া নিয়ে পালানোর ৩২ দিন পর আসামি গ্রেপ্তার