পতেঙ্গা
পতেঙ্গায় জাহাজে বিস্ফোরণ; ৩ জনের লাশ উদ্ধার
চট্টগ্রামের পতেঙ্গায় ৭ নম্বর ডলফিন জেটির অদূরে ‘বাংলার জ্যোতি’ নামের একটি অয়েল ট্যাংকারের অগ্নিকাণ্ডে ৩ জনের লাশ পাওয়া গেছে।
এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে থাকা জাহাজটিতে আগুন লাগে।
নিহতরা হলেন, বিএসসির নিজস্ব মেরিন ওয়ার্কশপের চার্জম্যান চট্টগ্রামের নুরুল ইসলাম, কিশোরগঞ্জের মো. হারুন এবং বরিশাল মেরিন একাডেমির ক্যাডেট সৌরভ কুমার সাহা।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন নেভাতে কোস্টগার্ড, নৌবাহিনী ও ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম কাজ করছে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে মো. কফিল উদ্দিন জানান, কর্ণফুলীতে জাহাজে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর, কর্ণফুলী ইপিজেড, সিইপিজেড স্টেশনের ৮টি গাড়ি পাঠানো হয়। এসময় সেখান থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
বাংলার জ্যোতি জাহাজে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ডিজিএম (ইন্সপেকশান অ্যান্ড সেইফটি) এ কে এম নঈমুল্লাহ।
তিনি বলেন, জাহাজের সবাই নিরাপদে নেমে গেছেন। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।
জানা গেছে, বাংলার জ্যোতি ট্যাংকার জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন পুরোনো জাহাজ। জাহাজটি মূলত বন্দরের বহির্নোঙরে অবস্থান করা মাদার ট্যাংকার ভ্যাসেল থেকে ক্রুড ইস্টার্ন রিফাইনারিতে পরিবহন করে থাকে।
জাহাজে আগুন লাগার পর কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: পাঁচতলা ভবনের লিফটের গর্ত থেকে শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার
১ মাস আগে
চট্টগ্রামের পতেঙ্গায় বিএসসির জাহাজে বিস্ফোরণের পর আগুন
চট্টগ্রামের কর্ণফুলী নদীর পতেঙ্গায় পেট্রোলিয়াম বহন করা জাহাজে বিস্ফোরণের পর আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে পণ্য খালাস করার সময় বাংলার জ্যোতি নামের জাহাজে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি এখন পর্যন্ত। আগুন নেভাতে কোস্টগার্ড, নৌবাহিনী ও ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম কাজ করছে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে মো. কফিল উদ্দিন জানান, কর্ণফুলী নদীতে একটি জাহাজে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর, কর্ণফুলী ইপিজেড, সিইপিজেড স্টেশনের আটটি গাড়ি পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের আগুন নিয়ন্ত্রণে
এ ঘটনায় ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ডিজিএম (ইন্সপেকশান অ্যান্ড সেইফটি) এ কে এম নঈমুল্লাহ বলেন, ‘কর্ণফুলী নদীর ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে বাংলার জ্যোতি জাহাজে আগুন লেগেছে। জাহাজের সবাই নিরাপদে নেমে গেছেন। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।’
জানা গেছে, বাংলার জ্যোতি ট্যাংকার জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন পুরোনো জাহাজ।
এতে আগুন লাগার পর কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে ছড়িয়ে যায়। এতে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জাহাজটি মূলত বন্দরের বহির্নোঙরে অবস্থান করা মাদার ট্যাংকার ভ্যাসেল থেকে ক্রুড ইস্টার্ন রিফাইনারিতে পরিবহন করে থাকে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জের টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে
১ মাস আগে
পতেঙ্গা কনটেইনার টার্মিনালের কার্যক্রম শুরু
চট্টগ্রাম বন্দরের বহুল প্রত্যাশিত পতেঙ্গা কনটেইনার টার্মিনালের কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১০ জুন) সিঙ্গাপুরের পতাকাবাহী 'মার্স্ক দাভাও' নামের একটি কন্টেইনার জাহাজ আজ সকালে টার্মিনালে নোঙর করার মধ্য দিয়ে নিয়মিত পরিচালনা কার্যক্রম শুরু হয়।
কর্তৃপক্ষ আশা করছে যে টার্মিনালটি বছরে প্রায় ৫ লাখ বিশ-ফুট সমতুল্য ইউনিট (টিইইউ) পরিচালনা করবে।
পিসিটি চট্টগ্রাম বন্দরের ইতিহাসে প্রথম টার্মিনাল যা একটি বিদেশি সংস্থা ‘রেড সি গেটওয়ে টার্মিনাল’দ্বারা পরিচালিত হচ্ছে। এটি বিদেশি বিনিয়োগ এবং অপারেশনাল মডেলের নতুন যুগের সূচনা করে। এই রূপান্তর চট্টগ্রামকে একটি ল্যান্ডলর্ড বন্দর হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা বাংলাদেশের সামুদ্রিক অবকাঠামোর জন্য একটি উল্লেখযোগ্য উন্নয়ন।
সৌদি আরবের জেদ্দাভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনালের (আরএসজিটি) সঙ্গে ৬ মাস আগে চুক্তি হয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের।
আরও পড়ুন: পতেঙ্গায় বঙ্গোপসাগরে নোঙর করা লাইটার জাহাজে আগুন, আহত ৩
কাস্টমস আনুষ্ঠানিকতা ও প্রয়োজনীয় ইক্যুইপমেন্ট সংগ্রহ করে রেড সি গেটওয়ে বাংলাদেশ লিমিটেড সোমবার থেকে কাজ শুরু করছে।
বন্দর সংশ্লিষ্টরা জানান, নতুন এ টার্মিনালে বাড়বে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা। কমে আসবে জাহাজের গড় অবস্থানকাল। নতুন নির্মিত এ টার্মিনাল বছরে ৫ লাখ টিইইউএস (২০ ফুট সমমানের) কনটেইনার হ্যান্ডলিং করতে সক্ষম হবে। গত বছর দেশের প্রধান এ সমুদ্রবন্দর ৩০ লাখ ৫০ হাজার টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করেছে।
এর আগে সোমবার ‘মায়ের্কস দাবাও’ নামের একটি কনটেইনার জাহাজ ভেড়ানোর কথা বলেছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।
তিনি আরও বলেছিলেন, এ উপলক্ষে মঙ্গলবার বিদেশি প্রতিষ্ঠানটি টার্মিনালে একটি অনুষ্ঠানের আয়োজন করবে।
সমুদ্রগামী জাহাজের তথ্যসংশ্লিষ্ট ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্যে দেখা গেছে, শনিবার দুপুরে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসেছে।
বন্দর সূত্র জানায়, দায়িত্বপ্রাপ্ত বিদেশি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পিসিটিতে আসা প্রথম জাহাজ মায়ের্কস দাবাও। এটি সিঙ্গাপুরের পতাকাবাহী। মালয়েশিয়ার পোর্ট কেলাং হয়ে কনটেইনার নিয়ে চট্টগ্রাম এসেছে। জাহাজটির দৈর্ঘ্য ১৮৫ দশমিক ৯৯ মিটার ও ড্রাফট (পানির নিচে থাকা অংশ) ৯ মিটার।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরের নিজস্ব অর্থায়নে এক হাজার ১৫০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা উপকূলে নির্মিত হয়েছে পিসিটি। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় সৌদি আরবের আরএসজিটি এ টার্মিনাল পরিচালনার দায়িত্ব পায়। তারা শর্তসাপেক্ষে আগামী ২২ বছর টার্মিনাল পরিচালনা করবে। গত বছরের ৬ ডিসেম্বর আরএসজিটির সঙ্গে এ বিষয়ে চুক্তি হয়। অবশ্য তার আগেই টার্মিনালের নির্মাণকাজ শেষে উদ্বোধন করা হয়েছিল।
পরীক্ষামূলকভাবে সীমিত আকারে এখানে পণ্যও খালাস করা হয়। তবে গ্যান্ট্রি ক্রেন না আসায় শুরুতেই তারা পূর্ণ সক্ষমতায় যেতে পারছে না বলে জানা গেছে। আপাতত ক্রেনযুক্ত জাহাজ ভেড়ানো হবে। গ্যান্ট্রি ক্রেন আসলে ক্রেনবিহীন জাহাজও হ্যান্ডলিং করা হবে। গ্যান্ট্রি ক্রেন দিয়ে অল্প সময়ে জাহাজে অধিক কনটেইনার ওঠানো-নামানো যায় ।
এর আগে একটি অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল জানিয়েছিলেন, সব সরঞ্জাম সংগ্রহ করে পিসিটি পূর্ণ সক্ষমতায় যেতে আরও এক থেকে দেড় বছর সময় লাগতে পারে। শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সব ইকুইপমেন্ট সংগ্রহ করবে দায়িত্ব পাওয়া বিদেশি প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের কাছ থেকে নির্দিষ্ট হারে চার্জ পাবে।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির আওতায় পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনা করবে সৌদি কোম্পানি
পিসিটি’তে তিনটি কনটেইনার ও একটি তেল খালাসের (ডলফিন) জেটি রয়েছে। এগুলোতে একসঙ্গে চারটি জাহাজ ভেড়ানো যাবে। কনটেইনার জেটির দুটিতে গ্যান্ট্রি ক্রেন থাকবে। যেখানে ভিড়তে পারবে গিয়ারলেস (ক্রেনবিহীন) জাহাজ এবং অপরটিতে গিয়ার্ড (ক্রেনযুক্ত) জাহাজ। পিসিটির চারটি জেটিতে একসঙ্গে চারটি জাহাজ বার্থিং নিয়ে পণ্য ওঠানামা করার সুযোগ রয়েছে। ফলে বন্দরের বহির্নোঙরে জাহাজের চাপ কমে যাবে। পণ্য খালাসের অপেক্ষায় জাহাজকে দীর্ঘদিন বসে থাকতে হবে না।
৫ মাস আগে
চট্টগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত
চট্টগ্রামের পতেঙ্গা থানার ডেইলপাড়ায় ট্রাকচাপায় মো. মনির হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বেড়িবাঁধসংলগ্ন আউটার রিং রোড ডেইলপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: মণিরামপুরে চায়ের দোকানে আগুনে নিহত ১
নিহত মো. মনির হোসেন (১৫) কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী পূর্ব কোস পাড়ার মোজাম্মেল হকের ছেলে।
পতেঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কিরণ হোসেন বলেন, দ্রুতগামী ট্রাক সাইকেলকে চাপা দিলে মনির নামে এক কিশোরের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
৯ মাস আগে
বঙ্গবন্ধু টানেলের কাছে বাস উল্টে নিহত ১
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গাস্থ বঙ্গবন্ধু টানেলের কাছে টার্নিং এর মুখে যাত্রীবাহী বাস উল্টে একজনের মৃত্যু হয়েছেন। এসময় বাসটির অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (১০ নভেম্বর) সকাল দিকে টানেলের ৩০০ গজ দূরে ওয়াই জংশনের পূর্ব পাশে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: বঙ্গবন্ধু টানেলে গাড়ি রেস, ৭ গাড়ির বিরুদ্ধে মামলা
নিহত আবুল হোসেন (৩৫) কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী মরমঘোনা এলাকার আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, বাসটি বঙ্গবন্ধু টানেল হয়ে আনোয়ারা প্রান্তে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একজন বাসযাত্রীর মৃত্যু হয় এবং ১৫ জন যাত্রী আহত হয়। তাদের নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে রেকার দিয়ে বাসটি সরিয়ে নেওয়া হয়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, আহত বাসযাত্রীদের উদ্ধার করে আগ্রাবাদ শিশু হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন: বঙ্গবন্ধু টানেলে রেস: ৫টি গাড়ি জব্দ, আটক ২
বঙ্গবন্ধু টানেলে বাস ও প্রাইভেটকার সংঘর্ষে ৩ জন আহত
১ বছর আগে
পতেঙ্গায় বঙ্গোপসাগরে নোঙর করা লাইটার জাহাজে আগুন, আহত ৩
চট্টগ্রামের পতেঙ্গায় সাগরে অবস্থায় করা মহুরি-২ নামে একটি লাইটার জাহাজে অগ্নিকাণ্ডে তিন শ্রমিক আগুনে পুড়ে দগ্ধ হয়েছেন।
শুক্রবার (২৬ মে) রাত ১১টার দিকে হালিশহরের পশ্চিমে পতেঙ্গায় (খেজুরতলা এলাকা) বঙ্গোপসাগরে নোঙর করা জাহাজটিতে হঠাৎ বিস্ফোরণ ঘটার পরপরই আগুন লেগে যায়। জাহাজটিতে থাকা পাঁচজনের মধ্যে তিনজন গুরুতর আহত হন। পরে প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানায় ফায়ার সার্ভিস।
জাহাজে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি গাড়ি পতেঙ্গায় সাগর পাড়ে গেলেও জাহাজটি সাগরের মাঝখানে থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে অনেক দেরি হয়। এর মধ্যে আগুনে পুড়ে জাহাজটি অনেকটা ছাই হয়ে যায়। পরে চট্টগ্রাম বন্দরের উদ্ধারকারী জাহাজ কান্ডারি-৮ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: মোংলায় সারবোঝাই লাইটার জাহাজডুবি
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী ইপিজেড (কেইপিজেড) ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. নাহিদ হোসেন বলেন, খবর পেয়ে রাত ১১টা ২০ মিনিটে আমাদের দু’টি ইউনিট স্টেশন থেকে বের হয়। তবে জাহাজটি সাগরের মাঝখানে ছিল। তাই আমাদের যন্ত্রপাতি নিয়ে সেখানে যেতে দেরি হয়ে যায়।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. আব্দুল করিম বলেন, জাহাজে আগুন লাগার ফলে আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে লাইটার জাহাজ শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
১ বছর আগে
চট্টগ্রামে কন্টেইনার ডিপোকে ২ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত ভারটেক্স কন্টেইনার ডিপোতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানে দেখা যায়, দীর্ঘ ২২ বছর ধরে ভারটেক্স কন্টেইনার ডিপোতে লাইসেন্স ছাড়া পেট্রোল পাম্প চালানো এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না রেখে কন্টেইনার ইয়ার্ড পরিচালনা করে আসছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, লাইসেন্স ছাড়া পেট্রোল পাম্প পরিচালনা করছিল প্রতিষ্ঠানটি। পাশাপাশি ডিপোটিতে নেই পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা। ছিল না ফায়ার সেফটি প্লান ও ফায়ার হাইড্রেন্ট। ২২ বছর ধরে ডিপো পরিচালনা করলেও ফায়ার সেফটি প্লান অনুমোদন বা বাস্তবায়ন এর কোন ব্যবস্থা নেননি ডিপো কর্তৃপক্ষ। এসব অভিযোগে ডিপোর সিনিয়র ম্যানেজার শেখ মো. মোয়াজ্জেম হোসেন কে দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের এ অভিযান চলাকালে বিস্ফোরক অধিদপ্তর এবং ফায়ার সার্ভিসের টিমও উপস্থিত ছিল।
আরও পড়ুন: শরীয়তপুরে ১০০ কেজি জাটকা জব্দ, ৫ ব্যবসায়ীকে জরিমানা
ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
১ বছর আগে
পতেঙ্গায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ, বাবা-ছেলেসহ আটক ৫
চট্টগ্রামের পতেঙ্গায় এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। এসময় মাদক বাণিজ্য করার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। রবিবার গণমাধ্যমকে এ তথ্য জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে পতেঙ্গা সি-বিচের মেইন পয়েন্ট ঘাটে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব। আটকেরা হলেন- মো. আব্দুল মালেক (৫২) ও তার ছেলে মো. ইমরান হোসেন (২০), মো. ওমর ফারুক (৪০), মো. নিজাম উদ্দিন (৩০) এবং মো. হাসান মিয়া (২১)।
আরও পড়ুন: নেত্রকোণায় ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, আটক ২
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে,আটক পাঁচ জনের মধ্যে আব্দুল মালেক পতেঙ্গা সমুদ্র সৈকতের নাইট গার্ড এবং মো. হাসান মিয়া তার ছেলে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান নিয়ে স্পিডবোটযোগে সাগর পথে পতেঙ্গা সি-বিচের দিকে আসছিল মাদক ব্যবসায়ীরা। তারা ওই চালান থেকে কিছু অংশ চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার পতেঙ্গা সিবিচ মেইন পয়েন্ট ঘাটের কিছুটা দূরে সাগরে একটি লাইফ বোটের লোকজনদের কাছে এবং বাকিগুলো অন্য কোথাও দেয়ার কথা ছিল। তবে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পতেঙ্গা সিবিচ মেইন পয়েন্ট ঘাটে অভিযান চালায় র্যাব।
র্যাবের উপস্থিতি টের পেয়ে নোঙ্গর করা অবস্থায় একটি লাইফ বোট ও স্পিডবোট করে কয়েকজন পালানোর চেষ্টা করলে সঙ্গে সঙ্গে র্যাবের সদস্যরা ওই স্পিডবোটে থাকা দুই জন ও লাইফ বোটে থাকা তিনজনসহ মোট পাঁচ জনকে আটক করে। এসময় তাদের দুইটি ট্র্যাভেল ব্যাগ তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, মালেক দীর্ঘদিন ধরে অবৈধ মাদকের কাজের সঙ্গে জড়িত। তার সঠিক সংকেতের ওপর ভিত্তি করেই স্পিডবোট ইয়াবা নিয়ে সমুদ্র সৈকতে আসে এবং সে মাদকদ্রব্যের চালান গ্রহণ করে তা বিভিন্ন ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। আর তার ছেলে হাসান প্রতিবন্ধী; সে বেশিরভাগ সময় টেকনাফে থাকে এবং ইয়াবার চালান আনার জন্য টেকনাফ থেকে সে সবকিছু গুছিয়ে দেয়।
অন্যদিকে নিজাম ছিল স্পিড বোট চালক। তবে কয়েকমাস ধরে গার্মেন্টসে চাকরি নেয় এবং ছুটির দিনে অবৈধ মাদক আনার বাহক হিসেবে কাজ করে। এছাড়া মো. ওমর ফারুক ওরফে প্যাকেজ ফারুক স্পিডবোটের মালিক। তার অনেকগুলো বোট থাকলেও মাদক চোরাচালানের কাজে একটি মাত্র বোট ব্যবহার করতো।
আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার নিয়ে ‘কটূক্তি’র অভিযোগ, ব্যবসায়ী আটক
শরীয়তপুরে ইলিশ রক্ষা অভিযানে ৭২ জেলে আটক
২ বছর আগে
পতেঙ্গায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রামের পতেঙ্গা থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরের দিকে পতেঙ্গা সমুদ্র উপকূলের বেড়িবাঁধ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মো. নাজমুন নূর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সড়কের পাশ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার
তিনি জানান, রবিবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পতেঙ্গা থানার খেজুরতলা সমুদ্র উপকূলের বেড়িবাঁধ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এছাড়া নিহতের শরীরের পেছনের দিকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার বয়স আনুমানিক (৪০)।
তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে খুন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে বাড়ির উঠান থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
সীমান্ত টহল: টেক্সাসের রিও গ্র্যান্ডে ৮ অভিবাসীর লাশ উদ্ধার
২ বছর আগে
চসিক মেয়রের বাড়িতে হাঁটু পানি
রবিবার রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে সোমবার সকাল থেকে পথচারী, অফিসগামী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।এদিকে বৃষ্টির পানি জমে হাঁটু পানিতে ডুবে আছে চট্টগ্রাম সিটি মেয়রের বাসভব্ন। গতকাল রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নগরীতে সর্বোচ্চ ২৪১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে নগরীর বিভিন্ন দোকানপাট ও বাসাবাড়ির নিচতলায় পানি উঠছে। আবহাওয়া অফিসের মতে এমন বৃষ্টি থাকবে আরও দুইদিন।
আরও পড়ুন: চট্টগ্রামে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যুআবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বলেন, এই বৃষ্টি থেমে থেমে আরও দুইদিন থাকতে পারে। সকাল থেকে বৃষ্টি থেমে গেলেও বিকালে আবারও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানান তিনি। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাতভর ভারি বৃষ্টিতে নগরের বহদ্দারহাট, চান্দগাঁও, আগ্রাবাদের নিচু এলাকা প্লাবিত হয়েছে। ভোর সাড়ে ৬টার পর বৃষ্টি থেমে গেলেও এখনও নামেনি বৃষ্টির পানি। হাঁটু পানি জমেছে চান্দগাঁও থানায়।
আরও পড়ুন: চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে বসবাসকারী ১৮৫ পরিবার উচ্ছেদ
২ বছর আগে