চট্টগ্রামের পতেঙ্গায় সাগরে অবস্থায় করা মহুরি-২ নামে একটি লাইটার জাহাজে অগ্নিকাণ্ডে তিন শ্রমিক আগুনে পুড়ে দগ্ধ হয়েছেন।
শুক্রবার (২৬ মে) রাত ১১টার দিকে হালিশহরের পশ্চিমে পতেঙ্গায় (খেজুরতলা এলাকা) বঙ্গোপসাগরে নোঙর করা জাহাজটিতে হঠাৎ বিস্ফোরণ ঘটার পরপরই আগুন লেগে যায়। জাহাজটিতে থাকা পাঁচজনের মধ্যে তিনজন গুরুতর আহত হন। পরে প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানায় ফায়ার সার্ভিস।
জাহাজে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি গাড়ি পতেঙ্গায় সাগর পাড়ে গেলেও জাহাজটি সাগরের মাঝখানে থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে অনেক দেরি হয়। এর মধ্যে আগুনে পুড়ে জাহাজটি অনেকটা ছাই হয়ে যায়। পরে চট্টগ্রাম বন্দরের উদ্ধারকারী জাহাজ কান্ডারি-৮ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: মোংলায় সারবোঝাই লাইটার জাহাজডুবি
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী ইপিজেড (কেইপিজেড) ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. নাহিদ হোসেন বলেন, খবর পেয়ে রাত ১১টা ২০ মিনিটে আমাদের দু’টি ইউনিট স্টেশন থেকে বের হয়। তবে জাহাজটি সাগরের মাঝখানে ছিল। তাই আমাদের যন্ত্রপাতি নিয়ে সেখানে যেতে দেরি হয়ে যায়।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. আব্দুল করিম বলেন, জাহাজে আগুন লাগার ফলে আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে লাইটার জাহাজ শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার