কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী পুণ্যস্নান উৎসব।
বুধবার ভোর থেকে এ উৎসব শুরু হয়েছে।
পিতা-মাতাসহ পূর্বপুরুষ ও নিজেদের পাপমোচনের আশায় উপজেলার থানাহাট ইউনিয়নের রমনা ঘাট থেকে রাজারভিটা পর্যন্ত প্রায় তিন কিলোমিটারব্যাপী এলাকায় গিয়ে এ স্নানে অংশ নেয় লক্ষাধিক নারী ও পুরুষ।
তবে এবারে পূণ্যস্নান বুধবার হওয়ায় পূণ্যার্থীর সংখ্যা দিগুন হয়েছে বলে জানায় আয়োজকরা। স্নান উৎসবে রংপুর বিভাগের সকল জেলা ছাড়াও পাশ্ববর্তী জেলার সনাতন ধর্মের মানুষেরাও অংশ নিয়ে থাকে।
স্নান উৎসব নির্বিঘ্নে করতে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করার পাশাপাশি পূণ্যার্থীদের পোষাক পরিবর্তনে বুথসহ অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: গোয়ালন্দে তিন দিনব্যাপী নাট্য উৎসব শুরু