পৃথক সড়ক দুর্ঘটনায়
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। দুটি ঘটনায় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৮ জুন) বিকাল সোয়া ৫টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বোয়ালমারি গ্রামে এবং রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কিরণগাছিতে এ দুর্ঘটনাদুটি ঘটে।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার মাদরাসাপাড়ার ইজিবাইকচালক মজনুর ছেলে রাজ (১৮) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ঘাটপাড়ার নুর ইসলামের ছেলে নিহত মুকুল হোসেন (৫০)।
আরও পড়ুন: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের যুবক নিহত
প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের পরিবারের সদস্যরা জানান, মোটরসাইকেলে চড়ে কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গায় ফিরছিলেন রাজ ও সজিব। বিকাল সোয়া ৫টার দিকে বোয়ালমারী গ্রামে পৌঁছালে আলমডাঙ্গামুখী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজকে মৃত ঘোষণা করেন। সজিবকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, রাত সাড়ে রাত ৯টার দিকে একই উপজেলার কিরণগাছি সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মুকুল হোসেন আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে জেনেছি। এছাড়া রয়েল পরিবহনের একটি কোচের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঊর্ধ্বতন কর্মকতাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত
৪ মাস আগে
মৌলভীবাজার ও হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
দেশের উত্তর পূর্বাঞ্চলের দুই জেলা মৌলভীবাজার ও হবিগঞ্জে মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
৪ বছর আগে