চাচা-ভাতিজা
সড়কের ওপর পড়ে ছিল চাচা-ভাতিজার লাশ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চাচা ভাতিজার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ বাড়ডালি নামক এলাকায় ফায়ার সার্ভিস তাদের লাশ উদ্ধার করে।
বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের টিম লিডার প্রদীপ চন্দ্র রায় বলেন, নিহত শহিদুল ইসলাম (২৮) ও মোহাম্মদ পায়েল (১৮) ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও গ্রামের বাসিন্দা। তারা সম্পর্কে চাচা ভাতিজা।
তিনি বলেন, ‘এক পথচারী ফায়ার স্টেশনে টেলিফোনে দুর্ঘটনার সংবাদ দেয়। আমরা ঘটনাস্থল গিয়ে দেখি কালমেঘ বাড়ডালি এলাকায় দুটো লাশ পড়ে আছে। সে সময় কোন প্রত্যক্ষদর্শী ছিলেন না। প্রাথমিকভাবে ধারণা করছি এটি একটি সড়ক দুর্ঘটনা। লাশের পকেটে মুঠোফোন থেকে পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।’
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাঁশবাহী কোন ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এ ঘটনা ঘটেছে৷ লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে৷
পড়ুন: বেনাপোলে সড়ক দুর্ঘটনায় ভারতীয় ট্রাকচালক নিহত
শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
২ বছর আগে
জমি নিয়ে বিরোধ: ভাতিজার আঘাতে চাচার ‘মৃত্যু’
দিনাজপুরের বোচাগঞ্জে জমি নিয়ে বিরোধে জেরে তর্কাতর্কির এক পর্যায়ে ভাতিজার আঘাতে চাচার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার ঈশানিয়া গ্রামের মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে।
মৃত রাখাল চন্দ্র রায় (৬০) ওই এলাকার যোগেন্দ্র চন্দ্র রায়ের ছেলে।
আরও পড়ুন: জমি নিয়ে দ্বন্দ্ব: ভাতিজার ছুরির আঘাতে চাচার মৃত্যু
রাখাল চন্দ্র রায়ের ছেলে বিকাশ চন্দ্র রায় ও উত্তম কুমার রায়ের অভিযোগ, মাত্র ৭ শতক জমির মালিকানা নিয়ে একই বংশভুক্ত প্রতিবেশী পরেশ চন্দ্র রায়ের সঙ্গে দীর্ঘদিন তাদের বিরোধ চলে আসছে। বুধবার সকালে ওই জমিকে কেন্দ্র পরেশ চন্দ্র রায় এবং তার ছেলে শ্যামল চন্দ্র রায়ের সঙ্গে পুনরায় তাদের বাবা রাখাল চন্দ্রের কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারা রাখাল চন্দ্র রায়ের মাথার চুল ধরে বুকের আঘাত করে। এতে রাখাল চন্দ্র রায় মাটিতে পড়ে যায়। এসময় তাকে পা দিয়ে উপর্যপুরি আঘাত করা পর তিনি নিস্তেজ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: পাবনায় ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু
বোচাগঞ্জ থানার তদন্ত ইনসপেক্টর মতিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে মর্গে পাঠায়। তবে এঘটনায় কাউকে আটক করা হয়নি। স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছে।
২ বছর আগে
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ নিহত ৩
জেলার শেরপুরে নিজ বসতবাড়ির উঠান পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামের বির্জন চন্দ্র ভুঁইয়ার ছেলে ক্ষিতিশ চন্দ্র ভুঁইয়া (৬৫), তার ভাতিজা একই গ্রামের বিমল চন্দ্র ভুঁইয়ার ছেলে পলাশ চন্দ্র ভুঁইয়া (৩৫) ও প্রতিবেশি চাঁন চন্দ্র ভুঁইয়ার ছেলে ক্ষিতিশ চন্দ্র ভুঁইয়া (৩০)।
পড়ুন: নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের নিহত ৩
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে নিজ বাড়ির উঠান পরিষ্কার করছিলেন ক্ষিতিশ চন্দ্র। এক পর্যায়ে গ্রামের চুরকুটা দুর্গা মন্দির পূজামণ্ডপে অবৈধভাবে নেয়া বিদ্যুৎ লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। এসময় তাকে উদ্ধার করতে এগিয়ে যান ভাতিজা পলাশ চন্দ্র ভুঁইয়া, ছেলে শ্রী রুবেল চন্দ্র ভুঁইয়া, প্রতিবেশি ক্ষিতিশ চন্দ্রসহ ছয়জন। এরপর তারাও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে নেয়ার পথে ওই তিনজন মারা যান।
ওসি জানান, অন্য আহতদের মধ্যে গুরুতর আহত শ্রী রুবেল চন্দ্র ভুঁইয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছেন। তাদের নাম পরিচয় জানা যায়নি।
পড়ুন: কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্টে দাদা-নাতির মৃত্যু
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের প্রাণহানি
৩ বছর আগে
নড়াইলে ভাতিজার বল্লমের কোপে চাচা নিহত
নড়াইলের কালিয়া উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার বল্লমের কোপে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
৪ বছর আগে
চট্টগ্রামে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের বিরুদ্ধে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
৪ বছর আগে
গাইবান্ধায় মাছ ধরতে গিয়ে লাশ হলেন চাচা-ভাতিজা
গাইবান্ধার সাদুল্লাপুরে বিলে বুধবার গভীর রাতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
৫ বছর আগে
দোকানে সিলিন্ডার বিস্ফোরণে ঘুমন্ত চাচা-ভাতিজার মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া, ০৯ অক্টোবর (ইউএনবি)- নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের পূর্বপাড়া মহল্লার কাচারীমোড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চাচা-ভাতিজা নিহত হয়েছেন।
৫ বছর আগে
জমি সংক্রান্ত বিরোধে চাচার হাতে ভাতিজা খুনের অভিযোগ
সিরাজগঞ্জ, ২৪ আগস্ট (ইউএনবি)-সদর উপজেলার কান্দাপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচার হাতে ভাতিজা সোহেল তালুকদার (২২) নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
৫ বছর আগে