দিনাজপুরের বোচাগঞ্জে জমি নিয়ে বিরোধে জেরে তর্কাতর্কির এক পর্যায়ে ভাতিজার আঘাতে চাচার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার ঈশানিয়া গ্রামের মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে।
মৃত রাখাল চন্দ্র রায় (৬০) ওই এলাকার যোগেন্দ্র চন্দ্র রায়ের ছেলে।
আরও পড়ুন: জমি নিয়ে দ্বন্দ্ব: ভাতিজার ছুরির আঘাতে চাচার মৃত্যু
রাখাল চন্দ্র রায়ের ছেলে বিকাশ চন্দ্র রায় ও উত্তম কুমার রায়ের অভিযোগ, মাত্র ৭ শতক জমির মালিকানা নিয়ে একই বংশভুক্ত প্রতিবেশী পরেশ চন্দ্র রায়ের সঙ্গে দীর্ঘদিন তাদের বিরোধ চলে আসছে। বুধবার সকালে ওই জমিকে কেন্দ্র পরেশ চন্দ্র রায় এবং তার ছেলে শ্যামল চন্দ্র রায়ের সঙ্গে পুনরায় তাদের বাবা রাখাল চন্দ্রের কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারা রাখাল চন্দ্র রায়ের মাথার চুল ধরে বুকের আঘাত করে। এতে রাখাল চন্দ্র রায় মাটিতে পড়ে যায়। এসময় তাকে পা দিয়ে উপর্যপুরি আঘাত করা পর তিনি নিস্তেজ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: পাবনায় ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু
বোচাগঞ্জ থানার তদন্ত ইনসপেক্টর মতিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে মর্গে পাঠায়। তবে এঘটনায় কাউকে আটক করা হয়নি। স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছে।