মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চিতলমারী উপজেলা সদর ও শিবপুর এবং হিজলা ইউনিয়নের উপর দিয়ে এ ঝড় বয়ে যায়।
নিহত স্কুলছাত্র ইমন মল্লিক (১৩) বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হিজলা গ্রামের আনসার মল্লিকের ছেলে এবং হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
ঝড়ে ৩টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ২০টি ঘরবাড়ি এবং বেশকিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় জমির পাঁকা বোরো ধানের কিছু ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ আলম জানান, মঙ্গলবার রাতে ঝড়ে ভেঙে পড়া গাছের ভারে ঘরচাপা পড়ে স্কুলছাত্র ইমন মল্লিক নিহত হয়েছে। এ সময় ওই স্কুলছাত্র একাই ওই ঘরে ঘুমিয়ে ছিল।
এছাড়া ঝড়ে বিভিন্ন এলাকায় প্রায় ২০টি বাড়িঘর এবং বেশকিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ জানান, নিহত ওই স্কুলছাত্রের লাশ দাফনের জন্য তার স্বজনদের সরকারিভাবে ২৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত বাড়িঘরের তালিকা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। তালিকা পাওয়ার পর ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহায়তা দেয়া হবে।